5.3 C
London
December 23, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

মেটার এমন কার্যক্রম চলতে থাকলে প্রয়োজনে ফেসবুক বন্ধ করে দেবঃ আরাফাত

‘প্রতিপক্ষের প্রতি হুমকি’ শীর্ষক যে প্রতিবেদন প্রকাশ করেছে মেটা তা মিথ্যা উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, তাদের এমন কার্যক্রম চলতে থাকলে প্রয়োজনে ফেসবুক বন্ধ করে দেব।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, মেটা যেই প্রতিবেদনটি প্রকাশ করেছে সেটি মিথ্যা। তারা কাদেরকে দিয়ে এই অনুসন্ধানটি করিয়েছেন এবং কোন কোন পেজের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সেই বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই।

তিনি বলেন, এই প্রতিবেদনে বিএনপিপন্থি কোনো পেজের নাম নেই। বিএনপির কর্মীরা অসংখ্য পেজ থেকে মিথ্যা তথ্য ছড়ান। আমরা আনুষ্ঠানিকভাবে মেটাকে পুনরায় তদন্ত করে সুষ্ঠু প্রতিবেদন প্রকাশের জন্য চিঠি লিখব এবং এর পেছনে কারা কারা কাজ করেছে তাদের তালিকাও চাইব।

তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, যদি মেটার এমন কার্যক্রম চলতে থাকে প্রয়োজনে ভবিষ্যতে বাংলাদেশে ফেসবুক বন্ধ করে দেয়া হবে। বাংলাদেশে ফেসবুকের অসংখ্য গ্রাহক রয়েছে যদি বাংলাদেশ থেকে এটা বন্ধ করে দেয়া হয় তাহলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

উল্লেখ্য, ভুয়া অ্যাকাউন্ট খুলে বিরোধীদের সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর দায়ে ৫০টি ফেসবুক অ্যাকাউন্ট ও ৯৮টি পেজ বন্ধ করে দিয়েছে মেটা। এসব অ্যাকাউন্ট থেকে আওয়ামী লীগের প্রতিপক্ষ বিএনপি এবং দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হতো বলে জানিয়েছে মেটা।

‘প্রতিপক্ষের প্রতি হুমকি’ শীর্ষক প্রতিবেদনে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এই বিষয়টি তুলে ধরেছে।

সূত্রঃ ঢাকা মেইল

এম.কে
০২ জুন ২০২৪

আরো পড়ুন

বঙ্গভবনে শেখ মুজিবের ছবি অপসারণ নিয়ে মন্তব্যের পর রিজভীর দুঃখপ্রকাশ

গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে বৈষম্যবিরোধী আন্দোলনঃ ওয়ার্কার্স পার্টি

বাংলা ব্লকেডঃ হেঁটে-অটোরিকশায় সংসদে গেলেন ইইউ রাষ্ট্রদূত