10.9 C
London
February 23, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

মেট পুলিশের বিরুদ্ধে হাজারের বেশি অভিযোগ

স্কটল্যান্ড ইয়ার্ড ২০২২ সালের প্রথম দুই মাসে প্রায় দুই হাজার অভিযোগ পেয়েছে মেট পুলিশের বিরুদ্ধে। এ বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে সাধারণ জনগণ ১,৯২১টি অভিযোগ করেছেন।

 

সমস্যাগুলোর মধ্যে সর্বাধিক এগিয়ে রয়েছে বৈষম্যমূলক আচরণ এবং যৌন অসদাচরণ। প্রাপ্ত অভিযোগগুলির মধ্যে, ৩৩টি ছিল জাতি সম্পর্কিত বৈষম্যমূলক আচরণের জন্য। পুলিশের বলপ্রয়োগের ক্ষেত্রে ১৫৮টি এবং অনুসন্ধানের ক্ষমতা ব্যবহারের জন্য ৭৬টি অভিযোগ রয়েছে।

 

স্কটল্যান্ড ইয়ার্ড ২০২২ সালে এখনও পর্যন্ত অফিসারদের যৌন আচরণ সম্পর্কিত আটটি অভিযোগ পেয়েছে। যৌন হয়রানির পাঁচটি অভিযোগ এবং একটি যৌন হয়রানির অভিযোগ করা হয়েছে।

 

সাদিক খান গ্রিন পার্টি লন্ডন অ্যাসেম্বলি সদস্য ক্যারোলিন রাসেলের লিখিত প্রশ্নের পরে এই পরিসংখ্যান প্রকাশ করেন।

 

মেটের সেন্ট্রাল ওয়েস্ট বেসিক কমান্ড ইউনিট (বিসিইউ) এই বছর এ পর্যন্ত ২৫২টি অভিযোগ পেয়েছে, যা লন্ডনের অন্য ১১টি বিসিইউ-এর যে কোনটির চেয়ে বেশি।

 

৩০ মার্চ ২০২২
এনএইচ

আরো পড়ুন

বৈষম্যমূলকভাবে নাগরিক ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে ব্রিটিশ মুসলিমদের!

অনলাইন ডেস্ক

কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌড় হতে প্রীতি প্যাটেল বাদ পড়েছেন

প্রিন্স হ্যারি’র মার্কিন ভিসা ড্রাগ ব্যবহারের কারণে ‘প্রত্যাহার’ করা হতে পারে