1.6 C
London
January 1, 2026
TV3 BANGLA
ফিচারশীর্ষ খবর

মোবাইল ফোনের ব্যবহার: প্রয়োজন নাকি আসক্তি?

বর্তমান বিশ্বে একজন মানুষ প্রতিদিন গড়ে ৪ দশমিক ৮ ঘণ্টা কাটাচ্ছে তার মোবাইল ফোনে। অ্যাপ মনিটরিং ফার্ম অ্যাপ অ্যানি এমনটিই জানিয়েছে। ২০২০ সালে, যুক্তরাজ্যের নিয়ন্ত্রক অফকম একই তথ্য জানায়, যদিও তাদের গবেষণায় টিভি দেখাও অন্তর্ভুক্ত ছিল।

 

অ্যাপ অ্যানির রিপোর্ট ইঙ্গিত করে যে ২০২১ সালে অ্যাপগুলি ২৩০ বিলিয়ন বার ডাউনলোড করা হয়, যেখানে ১২৫ বিলিয়ন পাউন্ড ব্যয় হয়। টিকটক ছিল বিশ্বব্যাপী সর্বাধিক ডাউনলোড করা অ্যাপ, যেখানে ব্যবহারকারীরা ২০২০ সালের তুলনায় ৯০% সময় বেশি ব্যয় করেছে।

 

অ্যাপ অ্যানির প্রধান নির্বাহী থিওডোর ক্র্যান্টজ বলেছেন, ‘বড় পর্দা ধীরে ধীরে মরে যাচ্ছে কারণ মোবাইল কার্যত প্রতিটি বিভাগে রেকর্ড ভাঙতে চলেছে।’

 

পর্যবেক্ষণ সংস্থাটি ভবিষ্যদ্বাণী করেছে যে, এই বছরের দ্বিতীয়ার্ধে, টিকটকের মাসিক স্বক্রিয় ব্যবহারকারী ১.৫ বিলিয়ন ছাড়িয়ে যাবে।

ভারত, তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, মেক্সিকো, সিঙ্গাপুর এবং কানাডাসহ দশটি বাজারের তথ্য এই গবেষণায় অন্তর্ভুক্ত।

 

ইউটিউব ছিল বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং অ্যাপ, যা ৬০টি ভিন্ন দেশে এক মিলিয়নেরও বেশি ডাউনলোড করেছে। নেটফ্লিক্স অনেক অঞ্চলে দ্বিতীয় হয়েছে।

 

মোবাইল গেমিংও বেড়েছে। কিছু ব্যবহারকারী এই ধরনের গেমগুলিতে বিজ্ঞাপনের আধিক্য নিয়ে অভিযোগ করেছেন। তবে অ্যাপের বিজ্ঞাপনগুলি গত বছর বিশ্বব্যাপী ২০০ বিলিয়নের বেশি আয় করেছে।

 

১৩ জানুয়ারি ২০২২
এনএইচ

আরো পড়ুন

বাংলাদেশকে ‘রেডলিস্ট’ থেকে বাদ দিতে ব্রিটিশ-বাংলাদেশি এমপিদের আলোচনার আহ্বান

অনলাইন ডেস্ক

পাসপোর্ট র‌্যাংকিংয়ে আট ধাপ পেছাল বাংলাদেশ

২৮ অক্টোবর ঘিরে নিজ দেশের নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য