13.5 C
London
July 27, 2024
TV3 BANGLA
সিলেট

মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা আজ সিলেটে

তীব্র তাপদাহে স্থবিরতা নেমেছে সিলেটে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বেরুচ্ছেন না। ফলে ব্যস্ত সময়েও রাস্তাঘাট তুলনামূলক ফাঁকা। গত কয়েকদিন ধরে তীব্র তাপদাহ চললেও আজ বৃহস্পতিবার ছিল সিলেটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। আজ দুপুরের দিকে জিন্দাবাজারের সিটি সেন্টারের সামনে হিটস্ট্রোকে একজন যুবকের মৃত্যুর খবর পাওয়া যায়।

আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা ছয়টার রেকর্ড অনুযায়ী দিনের তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।

এর আগে বেলা তিনটার দিনের তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এসব তথ্য নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ। তিনি বলেন, ‘এটাই এ বছর, সিলেট আবহাওয়া অফিস কর্তৃক রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা।

সূত্রঃ আবহাওয়া অধিদপ্তর সিলেট

এম.কে
১৬ মে ২০২৪

আরো পড়ুন

সিলেটে যুক্তরাজ্য প্রবাসী ৫ জনকে অচেতন অবস্থায় উদ্ধার, ২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

অনলাইন ক্লাসে ধূমপান করে সমালোচিত শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

ওসমানী বিমানবন্দরে বন্ধ হতে পারে বিমান ওঠা-নামা