12.4 C
London
May 13, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ম্যানচেস্টারে ভেজাল পণ্যের আস্তানায় পুলিশের অভিযান

ম্যানচেস্টার শহরের ১০টি ঠিকানায় অভিযান চালিয়ে ৩০ লাখ পাউন্ড মূল্যের ভেজাল পণ্য জব্দ করেছে পুলিশ। এসব পণ্যের মধ্যে রয়েছে ভেজাল বা নকল পোশাক, ব্যাগ, পারফিউম, গয়নাসহ বিভিন্নরকম সামগ্রী।

 

গ্রেটার ম্যানচেস্টার পুলিশের বরাত দিয়ে আইটিভি নিউজ জানায়, এ অভিযানে ৩৬ থেকে ৬১ বছর বয়সী ছয়জনকে গ্রেপ্তার করা হয় এবং জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেওয়া হয়।

 

জানা যায়, ১০ দিনের অভিযানে, চিথাম হিল এবং হোলি রেঞ্জের বিল্ডিংগুলোতে কয়েক হাজার জাল পণ্য জব্দ করেন অফিসাররা।

 

ইন্সপেক্টর উইলিয়াম জেনিংস-ওয়ার্টন বলেন, এই ধরনের ব্যবসার মুনাফা অন্যান্য গুরুতর অপরাধের অর্থায়নে ব্যবহার করা হয়ে থাকে এবং প্রায়শই এরজন্য  সহিংসতা হয়ে থাকে যা সংখ্যালঘু সম্প্রদায় এবং বৈধ ব্যবসার উপর ধ্বংসাত্মক প্রভাব ফেলতে পারে।

তিনি যোগ করেন, ম্যানচেস্টার পুলিশের অভিযানের মূল উদ্দেশ্য অবৈধ আইটেমগুলির  বিতরণ এবং অবৈধ প্রেসক্রিপশন ওষুধের সরবরাহ রোধ করা।

 

এ অভিযানে আরও অংশ নেন জিএমপি, গ্রেটার লন্ডন পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা।

 

যে কেউ নকল পণ্যের তথ্য অনলাইনে বা www.gmp.police.uk-তে LiveChat সুবিধা ব্যবহার করে অথবা ১০১ নম্বরে কল করে রিপোর্ট করতে পারেন। বিকল্পভাবে, ০৮০০৫৫৫১১১ নম্বরে বেনামে ক্রাইমেস্টোপারদের সাথে যোগাযোগ করতে পারবেন।

 

৪ ডিসেম্বর ২০২১
এনএইচ

আরো পড়ুন

ব্রিটেনে উবার চালকদের বেতন-ভাতা নিয়ে সুপ্রিম কোর্টের রায়

যুক্তরাজ্যে অবৈধ অভিবাসী কর্মসংস্থানে নিয়োগকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ

সৌদি আরবে ১৫ হাজারের বেশি ‘অবৈধ অভিবাসী’ আটক