TV3 BANGLA
বাংলাদেশ

‘ম্যাস গেদারিং ফর ফিলিস্তিন’ কর্মসূচিতে প্রেসক্লাবের সামনে জনতার ঢল

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনের সঙ্গে সংহতি জ্ঞাপন করে ‘ম্যাস গেদারিং ফর ফিলিস্তিন’ কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর প্রেসক্লাবের সামনে জড়ো হতে শুরু করেছেন নানা শ্রেণি-পেশার মানুষ।

সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি না পেয়ে শনিবার (২৬ এপ্রিল) সকাল থেকে প্রেসক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন জনতা।

এ সময় সবার হাতে ফিলিস্তিনের পতাকা, গায়ে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে নানা রকমের প্ল্যাকার্ড দেখা যায়। প্রেসক্লাব ছাড়াও পল্টন, বায়তুল মোকাররম এলাকায় অবস্থান নিয়েছে জনতা।

এর আগে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ‘ম্যাস গেদারিং ফর ফিলিস্তিন’ কর্মসূচির ডাক দেয়।

এম.কে
২৬ এপ্রিল ২০২৫

আরো পড়ুন

বাংলাদেশিদের মেডিকেল ভিসা না দিয়ে চীনের জন্য পথ খুলে দিয়েছে ভারত

বাংলাদেশ নিয়ে যুক্তরাজ্যের এপিপিজি’র রিপোর্টকে ‘একপাক্ষিক’ বললেন রূপা হক

নারীকে গাড়ির নিচে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া ঢাবি শিক্ষকের মৃত্যু