ব্রিটিশ মিডিয়ার খবর অনুযায়ী, ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা অভিবাসীদের ৫০০ জনকে একটি ভাসমান বার্জে রাখা হতে পারে৷ এর আগে ডাচ সরকার এমন উদ্যোগ নিয়েছিল৷
ব্রিটিশ পত্রপত্রিকা বলছে, বিবি স্টকহোম নামের একটি বার্জে ৫০০ জন অভিবাসীকে রাখার ঘোষণা শিগগিরই দিতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷
ব্রিটিশ পত্রিকার খবরে বলা হয়েছে, পোর্টল্যান্ড বন্দর কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দেয়া হয়েছে৷ সরকারের এক মুখপাত্র সরাসরি কিছু না বললেও জানান, অভিবাসনের চাপ বেড়েছে এবং তা সামাল দিতে হোটেলের বাইরে অন্যান্য আবাসন ব্যবস্থা নিয়ে ভাবছে সরকার৷
রোববার ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান বার্জের বিষয়ে কিছু বলেননি৷ তবে অভিবাসনপ্রত্যাশীদের থাকার জায়গা দিতে সর ধরনের ভূমি, অঞ্চল ও জাহাজের বিকল্পগুলো খতিয়ে দেখা হচ্ছে বলে জানান৷
তবে স্বরাষ্ট্র দপ্তরের ফাঁস হওয়া নথির বরাত দিয়ে লন্ডনের একটি পত্রিকা লিখেছে, হোটেলে খরচ বেশি হওয়ায় বার্জ ও জাহাজে অভিবাসীদের রাখার কথা ভাবা হচ্ছে৷
এর আগে ২৯ মার্চ ব্রেভারম্যান টুইটবার্তায় জানান কিভাবে অভিবাসন সিস্টেমের সংস্কারের চেষ্টা করছে তার দপ্তর৷ সেখানে অনিয়মিত অভিবাসীদের আগমনকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে লেখা হয়, তাদের জন্য সস্তা থাকার জায়গা দেখা হবে৷ এছাড়াও আরো কিছু উদ্যোগের কথা লেখা হয়৷
বিবি স্টকহোমকে ৯৩ মিটার লম্বা বিরাট জাহাজ হিসেবে উল্লেখ করেছে সংবাদমাধ্যম৷ একে ফ্লোটেল বা ভাসমান হোটেল হিসেবেও উল্লেখ করেছে তারা৷ একে পোর্টল্যান্ড বন্দরে নোঙ্গর করা হবে৷ পত্রিকার খবর অনুযায়ী, এর জন্য প্রতিদিন ২০ হাজার পাউন্ড খরচ হবে৷ একটি ইউটিউব ভিডিওতে বিবি স্টকহোমে কি কি সুবিধা আছে তা তুলে ধরা হয়েছে৷
এই বন্দরে যেহেতু আরো অনেক জাহাজ আসে এবং অন্যান্য কর্মকাণ্ড পরিচালিত হয়, এখানে বিমানবন্দরের মত নিরাপত্তা ব্যবস্থা চালু করা আছে বলে জানিয়েছে সেখানকার এক সূত্র৷
বিবি স্টকহোমে ২২২টি বেডরুম আছে৷ আছে টিভি ও গেমস রুম, জিম ও বার৷ এর আগে ডাচ সরকার অভিবাসী ও একটি গ্যাস প্ল্যান্টের শ্রমিকদের জন্য এই বার্জটি ব্যবহার করেছে৷ বার্জটি এখন ইটালির জেনোয়া বন্দরে আছে৷
ডাচ সরকার ব্যবহারের পর বার্জটিতে কিছু সংস্কার আনা হয়েছে৷ তখন এর পরিবেশ ‘নিপীড়নমূলক’ বলে সমালোচনা ছিল৷ এছাড়া পোর্টল্যান্ড বন্দর এর আগে ভাসমান কারাগারের এলাকা হিসেবে ব্যবহৃত হত৷
এই মুহূর্তে ব্রিটিশ সরকার ৫০ হাজার শরণার্থীর থাকার জন্য দিনে ৬০ লাখ পাউন্ড খরচ করে৷ বিবি স্টকহোমে এর এক শতাংশের জায়গা হবে৷ তবে, এই এক শতাংশের জন্য খরচ অনেক কম পড়বে৷
ঘোষণা আসার আগেই এই বিকল্পের বিরোধিতা শুরু হয়ে গেছে৷ বিরোধিতাকারীদের মধ্যে রয়েছেন কনজারভেটিভ পার্টির এমপি রিচার্ড ড্র্যাক্স৷ এর বিরুদ্ধে আইনি লড়াইয়েও যেতে পারেন তারা৷
রিচার্ড ড্র্যাক্স বলেন, ‘‘আমরা আইনের দিকগুলো দেখছি৷ এই উদ্যোগ বাতিলের সব চেষ্টা আমরা করব৷’’
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলও এর বিরোধিতা করছেন৷ তিনি ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অনিয়মিত অভিবাসীদের আগমন ঠেকাতে অনেক জোর দিয়েছেন৷ তার মতে, এই জায়গাটি খুবই ‘গেঁয়ো’ এবং এতগুলো মানুষকে রাখার জন্য যথার্থ নয়৷
রিফিউজি কাউন্সিলের প্রধান নির্বাহী এনভার সলোমন বলেন, তিনি খুবই চিন্তিত৷ এই গুজব সত্যি হলে তা এই মানুষগুলোর প্রয়োজনের তুলনায় তা খুবই বেমানান হবে বলে মনে করেন তিনি৷