5.9 C
London
November 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যের আউটসোর্সিং বিভিন্ন পরিষেবার উপর নাখোশ করদাতারা

যুক্তরাজ্য সরকার আউটসোর্সিংয়ের মাধ্যমে আশ্রয়প্রার্থী ও তরুণ অপরাধীদের বিভিন্ন নিয়মকানুন জানানোর স্কিম চালু করেছিল। সময়ের সাথে সাথে সেইসব আউটসোর্সিং স্কিমের মান কমছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানা যায়।
হোয়াইটহল কর্মকর্তারা জানান, প্রত্যেক ব্যক্তির পারফরম্যান্স যাচাইয়ের জন্য রেজিস্টার খাতায় কেপিআই পারফরম্যান্স উল্লেখ রাখা হয়। যেখানে ভালো,মধ্যম কিংবা খারাপের গ্রাফ করে রাখা হয়।
সমালোচকদের মতে গ্রাফের হিসেবে “অপর্যাপ্ত” বা “উন্নতির প্রয়োজন” বলে যাদের চিহ্নিত করা হয়েছে তাদের সংখ্যা ৭৩% বৃদ্ধি পেয়েছে। যা সরকারের দেয়া লক্ষ্য মাত্রা অর্জনে ব্যর্থ হয়। গ্রাফ অনুযায়ী দেখা যায়, ২০২২ সালের চেয়ে ২০২৩ সালে শিক্ষার্থীদের অবনতি হয়েছে।
বিচার বিভাগ সম্পর্কিত মন্ত্রণালয় ইউকে কারাগারের খাবার ব্যবস্থাপনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। খাদ্যের মান নিয়ে তারা অসন্তোষ প্রকাশ করেন।
করদাতাদের জোটের চিফ এক্সিকিউটিভ জন ও’কনেল বলেন,  পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, “ মূল চুক্তি থেকে সরকারের মন্ত্রীরা চোখ ফিরিয়ে রেখেছে বিধায় আউটসোর্সিং কার্যক্রমের এই
দূরাবস্থা। সরকার করদাতাদের অর্থ কিভাবে খরচ করছে সেটা নিয়ে সরকারের আরো বেশি মনোনিবেশ করা উচিত।
প্রতিবন্ধী ব্যক্তিদের কাজে সহায়তার জন্য ডিজাইন করা একটি স্কিম নিয়েও অসন্তোষের খবর পাওয়া যায়। এই স্কিমকেও মানসিক স্বাস্থ্যে পিছিয়ে থাকা ব্যক্তিদের জন্য অপর্যাপ্ত বলে মনে করা হয়।
লেবার দলের উপনেতা অ্যাঞ্জেলা রায়নার সরকারের বিভিন্ন স্কিমের উপর প্রচন্ড অসন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন টোরি সরকার ব্রিটেনকে পিছিয়ে নিয়ে যাচ্ছে।
মন্ত্রিপরিষদ অফিসের একজন মুখপাত্র বলেন, সরকার করদাতাদের অর্থ সাশ্রয়ে সর্বদা তৎপর থাকে।
তিনি আরও বলেন, ” সরকার দ্রুত সমস্যাগুলি মোকাবেলায় কাজ করে যাচ্ছে যাতে জনগণ তাদের প্রাপ্য মানের পাবলিক পরিষেবাগুলি পায়। “
অভিবাসী সহায়তা বিভাগে কাজ করা একজন মুখপাত্র জানান, সকল মানুষ পরিষেবা পেতে উদগ্রীব থাকে,মানুষের চাহিদা অনেক বেশি। কিন্তু কর্মীদের সংখ্যা কম থাকায় সবাইকে সঠিক সময়ে সার্ভিস দেয়া অনেকক্ষেত্রে অসম্ভব হয়ে পড়ে। তবুও আমরা আমাদের ক্লায়েন্টদের তাদের প্রয়োজনীয় সহায়তা পেতেও যা করার দরকার সবকিছু করার চেষ্টা করে যাচ্ছি।
এম.কে
০৪ আগস্ট ২০২৩

আরো পড়ুন

প্যান্ডোরা পেপারস কাণ্ডে চিলির প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভ

হোম সেক্রেটারির পদ ছাড়লেন সুয়েলা ব্র্যাভারম্যান

অনলাইন ডেস্ক

অডিও ভিডিও কল করা যাবে এক্সে