10.6 C
London
November 25, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের একটি অভিবাসন আশ্রয়কেন্দ্রে আশ্রয়প্রার্থীর মৃত্যু

যুক্তরাজ্যের একটি অভিবাসী আটককেন্দ্রে বন্দি অবস্থায় মারা গেছেন এক আশ্রয়প্রার্থী৷ ২৭ অক্টোবর ২৬ বছর বয়সি ওই আশ্রয়প্রার্থীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে৷

ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় গ্যাটউইক বিমানবন্দরের কাছের এই আটককেন্দ্রটি ব্রুক হাউস নামে পরিচিত৷ আশ্রয়প্রার্থীদের সঙ্গে অমানবিক আচরণের কারণে এর আগে নানা সময়ে সমালোচিত হয়েছিল আটককেন্দ্রটি৷

আটককেন্দ্র অভিবাসী মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে৷ তদন্ত চলাকালীন এ প্রসঙ্গে কোনো মন্তব্য করবে না বলে জানিয়ে দিয়েছে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ তবে নিহতের পরিবার এবং তার বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছে হোম অফিস৷

আটককেন্দ্রটির ঠিকাদার সেরকো অভিবাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও এ নিয়ে আর কোনো মন্তব্য করেনি৷

যুক্তরাজ্যে আসা হাজার হাজার আশ্রয়প্রার্থী বর্তমানে দেশটির সাতটি অভিবাসী অপসারণ কেন্দ্রে আটক রয়েছেন৷ এসব আটককেন্দ্র থেকে তাদের ডিপোর্ট বা নিজ দেশে ফেরত পাঠানো হবে অথবা যুক্তরাজ্যে থাকার অনুমতির দেয়া হতে পারে৷ কাউকে কতদিন আটকে রাখা যাবে তার নির্দিষ্ট কোনো দিনক্ষণ নেই৷

গত বছর একটি তদন্তে দেখা গেছে, ব্রুক হাউসের ওই বন্দিশালায় অনেক বন্দি অমানবিক আচরণ, নির্যাতনের শিকার হয়েছেন৷

বিবিসির একটি তথ্যচিত্রেও এর সত্যতা তুলে ধরা হয়েছে৷ ব্রুক হাউসের ওই আটককেন্দ্রটির পরিচালনায় থাকা আউটসোর্সিং কোম্পানি জিফোরএস-এর কর্মীরা বন্দিদের শারীরিক ও মৌখিকভাবে লাঞ্ছিত করেছিল৷

ব্রিটিশ সরকার তখন জানিয়েছিল, অভিযোগের পরিপ্রেক্ষিতে আটককেন্দ্রটির উল্লেখযোগ্য উন্নতির লক্ষ্যে ব্যবস্থা নেয়া হয়েছে৷

গত বছর ৩৭ বছর বয়সি এক আলবেনীয় নাগরিক ওই আটককেন্দ্রে আত্মহত্যার চেষ্টার পর মারা যান৷ তার প্রায় এক বছর পর ২৭ অক্টোবরের ঘটনাটি সামনে এলো।

বন্দিদের অধিকারে লক্ষ্যে কাজ করা গ্যাটউইক ডিটেনিস ওয়েলফেয়ার গ্রুপ জানিয়েছে, ‘‘ব্রুক হাউস হলো কারা স্থাপত্য৷ সেখানে কারও শেষ নিঃশ্বাস নেয়া উচিত নয়৷ আমরা শোকাহত যে, একজন তরুণ সেখান থেকে মুক্তি পাওয়ার আগেই মারা গেছেন৷’’

সূত্রঃ রয়টার্স

এম.কে
০১ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

রুয়ান্ডা যাওয়ার আতংকে শরনার্থীর আত্মহত্যার প্রস্তুতি!

অনলাইন ডেস্ক

হিথ্রো বিমানবন্দরে সন্ত্রাসবাদের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার

নিউজ ডেস্ক

৫১৭ মিলিয়ন ক্ষতির মুখে আরো দোকান বন্ধ করবে জন লুইস