5.9 C
London
November 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের কনজারভেটিভ দলের একজন সাংসদকে দল হতে বহিষ্কার

যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টি জানিয়েছে ইউকে রিফর্ম পার্টির প্রার্থীকে সাধারণ নির্বাচনে সমর্থন দেওয়ার কারণে লুসি অ্যালানকে সাময়িকভাবে কনজারভেটিভ দল থেকে বরখাস্ত করা হয়েছে।

মিসেস অ্যালানকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, টেলফোর্ড আসনে তিনি রিফর্ম ইউকে পার্টির অ্যালান অ্যাডামসকে সমর্থন দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। টোরি পার্টির হান্না ক্যাম্পবেলের চেয়ে মিঃ অ্যাডামসকে যোগ্য বলে রায় দেন মিসেস অ্যালান।

কনজারভেটিভ পার্টির একজন মুখপাত্র বলেছেন লুসি অ্যালানকে দলের বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত নেয়ার কারণে তাৎক্ষণিকভাবে পার্টি হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাছাড়া প্রধানমন্ত্রী বলেছেন রিফর্ম ইউকের পক্ষে দাঁড়ানো মানে লেবার পার্টিকে ক্ষমতায় নিয়ে আসা।

মিসেস অ্যালান ২০১৯ সালে টেলফোর্ড আসন হতে ১০,৯৪১ ভোটের ব্যবধানে কনজারভেটিভ পার্টি হতে জয়লাভ করেছিলেন। সাবেক সাংসদ জানান তিনি বহু বছর ধরে মিঃ অ্যাডামসকে চেনেন যিনি রয়্যাল নেভির সাবেক কর্মকর্তা। আমি টেলফোর্ডের পক্ষে সেরা ব্যক্তিটিকে চাই যাতে লেবার প্রার্থীকে ওয়াকওভার দেয়া না লাগে।

কনজারভেটিভ পার্টির প্রবীণ মন্ত্রী জনি মার্সার বলেছেন, এমএস অ্যালান রিফর্ম ইউকের একজন প্রার্থীকে সমর্থন করতে আগ্রহী যা অত্যন্ত দুঃখজনক।

রিফর্ম ইউকের একজন মুখপাত্র বলেছেন, কনজারভেটিভ দলের একজন সাংসদ এমএস অ্যালান আমাদের দলের প্রার্থীকে সমর্থন করছেন তা অত্যন্ত আনন্দের বিষয়। তিনি অনেক রক্ষণশীলদের মতো মনে করেন রিফর্ম ইউকে পার্টি ডানপন্থী মূল্যবোধ নিয়ে কাজ করে যারা যুক্তরাজ্যকে উন্নয়নের পথে নিয়ে যাওয়া সম্ভব।

সূত্রঃ বিবিসি

এম.কে
২৮ মে ২০২৪

আরো পড়ুন

ঋষি সুনাকই হচ্ছেন নতুন প্রধানমন্ত্রী

ট্রায়াল হিসেবে কয়েক হাজার রোগীকে প্রথমবার ক্যান্সারের টিকা দিচ্ছে যুক্তরাজ্য

যুক্তরাজ্যের ৯ লাখ গাড়ি চালকের ১০০০ পাউন্ড জরিমানা হতে পারে