17.4 C
London
July 27, 2024
TV3 BANGLA
Uncategorized

যুক্তরাজ্যের কর্মসংস্থানে দশকের বৃহত্তম ধস

কাজ হারিয়েছে ২ লাখ ২০ হাজার লোক
বেকারত্বের হার ৩ দশমিক ৯ শতাংশ

গত এপ্রিল থেকে জুনে যুক্তরাজ্যের কর্মসংস্থান সেক্টরে ব্যাপক ধস নেমেছে। একটি সরকারি পরিসংখ্যান বলছে, গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি কর্মসংস্থান কমেছে এই তিন মাসে।

মঙ্গলবার (১১ আগস্ট) যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান অধিদফতরের গবেষণার ফলাফল নিয়ে বিবিসি প্রকাশিত খবরে বলা হয়, গত এপ্রিল থেকে জুন মাসের মধ্যে যুক্তরাজ্যে ২ লাখ ২০ হাজার লোক কর্মসংস্থান হারিয়েছে। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত দেশটির কর্মসংস্থান সেক্টরে এটিই সবচেয়ে বড় বিপর্যয়।

গবেষণার ফলাফলে আরও উল্লেখ করা হয়, এ সেক্টরের সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে ম্যানুয়াল পেশাজীবিরা এবং অপেক্ষাকৃত কম ও বেশি বয়সী মানুষেরা।

রিপোর্টে যুক্তরাজ্যের বেকারত্বের হার বলা হয়েছে ৩ দশমিক ৯ শতাংশ, যা ওই তিন মাসে অপরিবর্তীত ছিল। এছাড়াও লাখো মানুষ সরকারের ফার্লু স্কিমের আওতাধীন ছিলেন।

জাতীয় পরিসংখ্যান অধিদফতরের ডেপুটি জোনাথান অ্যাথো বলেছেন, সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছেন ২৪ বছরের কম বয়সী, বয়স্ক শ্রমিক এবং রুটিন জবে নিয়োজিতরা। আরও ভয়ংকর বিষয় হচ্ছে, এই পেশাজীবীদের পক্ষে সহজেই নতুন কাজ খুঁজে পাওয়া সম্ভব হবে না।

১১ আগস্ট ২০২০
এনএইচটি

আরো পড়ুন

Accountant Meer Julhas with TV3 Bangla l যুক্তরাজ্যে সরকারী আর্থিক প্রণোদনা

যুক্তরাজ্যে দৈনন্দিন পণ্যের দাম বাড়তে পারে বলে হুঁশিয়ারী

অনলাইন ডেস্ক

মহামারী করোনা: ইউরোপে লাশের বন্যা CORONA PANDEMIC: DEADLIEST DAYS IN EUROPE