TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের কেয়ার স্টারমারের মন্ত্রিসভায় রদবদলঃ শীর্ষ পদে শাবানা মাহমুদ

যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনারের পদত্যাগের পর প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার তার মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল করেছেন। এ পরিবর্তনের অংশ হিসেবে সংসদ সদস্য শাবানা মাহমুদকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অ্যাঞ্জেলা রেনার সম্প্রতি একটি ব্যক্তিগত কেলেঙ্কারির জেরে পদত্যাগ করেন। তার পদত্যাগ লেবার সরকারের স্থিতিশীলতায় বড় আঘাত হানে এবং রাজনৈতিক চাপের মুখে পড়েন প্রধানমন্ত্রী স্টারমার। পরিস্থিতি সামাল দিতে তিনি দ্রুত মন্ত্রিসভা পুনর্গঠনের পথে হাঁটেন।

 

নতুন নিয়োগের মাধ্যমে শাবানা মাহমুদ ইতিহাস গড়লেন। তিনি যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী স্বরাষ্ট্রমন্ত্রী। লেবার পার্টির ভেতরে দীর্ঘদিন সক্রিয় থাকা এবং অভিবাসন, সামাজিক ন্যায়বিচার ও কমিউনিটি সুরক্ষায় তার সরব ভূমিকা এই পদে আসীন হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শাবানা মাহমুদের পদোন্নতি লেবার সরকারের জন্য দ্বৈত বার্তা বহন করছে—একদিকে এটি বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির প্রতীক, অন্যদিকে অভ্যন্তরীণ সংকট মোকাবিলায় স্টারমারের কৌশলগত পদক্ষেপ। তার নিয়োগ লেবার সমর্থকদের পাশাপাশি অভিবাসী কমিউনিটির মধ্যেও ইতিবাচক বার্তা পাঠাবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
০৭ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে তরুণদের মধ্যে সমকামী,উভকামী ও সমলিঙ্গপ্রেমীদের আধিক্যঃ পরিসংখ্যান বিভাগ

আকাশ ছুঁয়েছে যুক্তরাজ্যের জনপ্রিয় ফাস্টফুডের দাম

নতুন করে লকডাউনের ইঙ্গিত দেখছেন না বরিস জনসন

অনলাইন ডেস্ক