ব্রিটিশ ফিউচার থিংকট্যাঙ্কের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে নেট মাইগ্রেশন কমে প্রায় ৩ লাখে নেমে আসবে—যা ২০২৩ সালের চেয়ে এক-তৃতীয়াংশেরও কম।
ব্রিটিশ ফিউচার কর্তৃক গণনা করা এই তথ্য বলছে, বৃহস্পতিবার প্রকাশিত হতে যাওয়া নেট মাইগ্রেশন পরিসংখ্যান ব্রেক্সিট-পূর্ব সময়ের মতোই প্রায় ৩ লাখে নেমে আসবে। একই সঙ্গে তারা দেখিয়েছে যে অধিকাংশ ব্রিটিশ নাগরিক এই পতন সম্পর্কে জানেন না—বরং অনেকেই মনে করেন মাইগ্রেশন বাড়ছে বা একই রকম থাকছে।
গত সপ্তাহে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস) তাদের হালনাগাদ তথ্যে জানিয়েছে, যেখানে ব্রিটিশ নাগরিকদের বিদেশে যাওয়ার হিসাব আরও নির্ভুলভাবে যোগ করা হয়েছে, তাতে দেখা যায় ২০২৩ সালের মার্চ পর্যন্ত বছরে নেট মাইগ্রেশন ৯৪৪,০০০-এ পৌঁছেছিল—যা আগে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত ৯০৬,০০০ বলে ধারণা করা হয়েছিল।
নতুন পদ্ধতি অনুযায়ী, ২০২১ থেকে ২০২৪ সালের মোট নেট মাইগ্রেশন আগে ধারণা করা হিসাবের চেয়ে প্রায় ৯৭,০০০ কম।
ওএনএস এখন বলছে, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত বছরে নেট মাইগ্রেশন কমে ৩৪৫,০০০ হয়েছে, কারণ ব্রিটিশ নাগরিকদের বিদেশে যাওয়ার সংখ্যা বেড়েছে।
যুক্তরাজ্যের ভিসা তথ্য বিশ্লেষণ করে ব্রিটিশ ফিউচার মনে করে সংখ্যাটি আরও কমবে—তবে এই ধারাবাহিক পতন জনমনে প্রতিফলিত হচ্ছে না।
ইপসোস/ব্রিটিশ ফিউচারের প্রকাশিত নতুন গবেষণায় দেখা গেছে, ব্রিটিশ জনগণের মাত্র ১৬% মনে করেন এক বছরের মধ্যে নেট মাইগ্রেশন কমবে—যদিও গত বছর থেকেই মাইগ্রেশন অর্ধেকে নেমে এসেছে এবং এখনও কমছে।
এদিকে ৩৮% মানুষ মনে করেন মাইগ্রেশন বাড়বে, এবং ৩১% মনে করেন এটি একই থাকবে।
গবেষণায় আরও উঠে এসেছে—অধিকাংশ মানুষ মনে করেন গত বছর নেট মাইগ্রেশন বেড়েছে, অথচ বাস্তবে সংখ্যা অর্ধেকে নেমে এসেছিল।
ইপসোস/ব্রিটিশ ফিউচারের ইমিগ্রেশন অ্যাটিটিউডস ট্র্যাকার বলছে—৫৬% মানুষ মনে করেন গত বছর ইমিগ্রেশন বেড়েছে।
গত সপ্তাহে প্রকাশিত সরকারের নতুন প্রস্তাব, যেখানে যুক্তরাজ্যে আসা অভিবাসীদের সেটলমেন্ট ও বেনিফিটে সীমাবদ্ধতা আনার কথা বলা হয়েছে—তা জনগণের মতের তুলনায় আরও কঠোর বলে গবেষণায় উঠে এসেছে।
গবেষণায় দেখা যায়—৫০% মানুষ মনে করেন গ্র্যাজুয়েট-লেভেল চাকরি করা অভিবাসীদের ৫ বছরের মধ্যেই সেটলমেন্টের যোগ্য হওয়া উচিত, এবং ৫৩% মনে করেন মাঝারি দক্ষতার চাকরিতে থাকা অভিবাসীদের ১০ বছরের কম সময়ে সেটলমেন্টের সুযোগ থাকা উচিত।
ইমিগ্রেশন ইস্যুতে সরকারের প্রতি অসন্তুষ্টির হার এখন ৫৬%—যা গত গ্রীষ্মে ৪৮% ছিল, যদিও ২০২৪ সালের ফেব্রুয়ারিতে কনজারভেটিভ সরকারের প্রতি ৬৯% অসন্তুষ্টির তুলনায় কম।
অসন্তুষ্টদের মধ্যে সবচেয়ে বেশি উল্লেখিত কারণ—৭৩% জন মনে করেন “সরকার যথেষ্টভাবে নৌকায় আসা অভিবাসীদের থামাতে পারছে না।”
অন্য কারণগুলোর মধ্যে রয়েছে—“অভিবাসী/আশ্রয়প্রার্থীদে
ব্রিটিশ ফিউচারের পরিচালক সুন্দর কাটওয়ালা বলেন:
“নেট মাইগ্রেশন কমছে, আজকের সংখ্যায় তা আরও কমে ব্রেক্সিট-পূর্ব স্তরের ৩ লাখের কাছাকাছি নেমে আসবে—কিন্তু রাজনৈতিক বিতর্ক এখনো তা বুঝে উঠতে পারেনি। সংখ্যা ‘স্বাভাবিক’ অবস্থার দিকে এগোলে রাজনীতিবিদদের শুধু কাটছাঁটের প্রতিযোগিতা নয়—আরও বাস্তবসম্মত অবস্থান নিতে হবে।”
এই বিষয়ে মন্তব্যের জন্য হোম অফিসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
এদিকে সংখ্যাটি প্রকাশের কয়েক ঘণ্টা আগে প্রকাশিত হয়েছে যে ছোট নৌকায় যুক্তরাজ্যে আসা মানুষের সংখ্যা বাড়ার কারণে হোম অফিসকে অতিরিক্ত ১.৪ বিলিয়ন পাউন্ড ব্যয় করতে হবে।
বাজেটের আগে প্রকাশিত ওবিআর নথিতে বলা হয়েছে—ছোট নৌকায় আগমন প্রায় ২০% বৃদ্ধি পাওয়ার ফলে এবং সহায়তাপ্রাপ্ত বাসস্থানে থাকা আশ্রয়প্রার্থীর সংখ্যা ৮% বেড়ে যাওয়ার কারণে হোম অফিসের ব্যয়ে অতিরিক্ত ১.৪ বিলিয়ন পাউন্ডের চাপ পড়বে।
সূত্রঃ দ্য গার্ডিয়ান
এম.কে

