21.7 C
London
April 29, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের প্রতি ৪ জনের ১ জনের আছে ক্রিমিনাল রেকর্ড

যুক্তরাজ্যের পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে প্রতি চারজনের মধ্যে একজনের ফৌজদারি মামলার রেকর্ড রয়েছে। অপরাধের এই হার দেশের ভিতরে উদ্বেগ সৃষ্টি করেছে।
এই সপ্তাহের সোমবার যুক্তরাজ্যে বিচার মন্ত্রনালয় পুলিশ জাতীয় কম্পিউটারের (পিএনসি) রেকর্ড অনুযায়ী এই তথ্য নিশ্চিত করে।
পিএনসির তথ্যানুযায়ী ৯.৪ মিলিয়ন মানুষের ক্রিমিনাল রেকর্ড আছে যাদের বয়স ১৬ হতে ৬৪ বছরের মধ্যে।
হোম অফিস জানিয়েছে যে পিএনসির রেকর্ড অনুযায়ী প্রায় ১২.৬ মিলিয়ন মানুষের উপর ফৌজদারি মামলা রয়েছে। তবে এদের অনেকেই দোষী সাব্যস্ত হন নাই আদালত কর্তৃক।
ট্রান্সফর্ম জাস্টিস ডিরেক্টর পেনেলোপ গিবস বলেছেন, যুক্তরাজ্যের ফৌজদারি রেকর্ডে ব্যবস্থার পরিবর্তনের প্রয়োজন রয়েছে। নতুবা বর্তমান সিস্টেম অনুযায়ী অপরাধীদের হার বেশি দেখাবে।
পেনেলোপ গিবস ফায়ারচেকস নামে একটি প্রচারণার নেতৃত্ব দিচ্ছেন। এই প্রচারণা চলাকালীন সময়ে তিনি ফৌজদারি রেকর্ড নিয়ে কিছু নির্দিষ্ট পরামর্শ দেন। তার পরামর্শ অনুযায়ী ১৮ বছরের আগে সংগঠিত কোনো অপরাধ ১৮ বছরের পরে রেকর্ড হতে স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা উচিত। নির্দিষ্ট কিছু বছর পর পর রেকর্ড পর্যালোচনার উপরও গুরুত্ব দিয়েছেন তিনি।
সূত্রঃ দ্য গ্যাজেট
এম.কে
৩০ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

অ্যাসাইলাম প্রার্থীদের কাজের অনুমতি দেওয়ার পক্ষে নতুন জাস্টিস সেক্রেটারি

অনলাইন ডেস্ক

অবৈধ শরণার্থী ক্রসিংকে অপরাধীকরণ করতে পারে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক

ইউরোপীয় ইউনিয়নের দিগন্তে ব্রিটিশ পাসপোর্ট স্ট্যাম্পের সমাপ্তি

নিউজ ডেস্ক