TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যের বাজার পরিস্থিতি নিয়ে সরকার বিপাকে

 হান্ট শিল্প নিয়ন্ত্রকদের সাথে আলোচনায় বসবেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায়। বাজারে দাম বাড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ব্যাপারে তারা কী কর্মপদ্ধতি বা ব্যবস্থা নিয়েছেন সেটা নিয়ে জেরেমি হান্টের প্রশ্নের মুখোমুখি হতে পারে সংস্থাগুলো বলে খবরে জানা যায়।
চ্যান্সেলর বুধবার বাজার কর্তৃপক্ষের (সিএমএ) সঙ্গে  সাক্ষাত করবেন বলেও জানা যায়। ট্রেজারি সূত্রে জানা গেছে, মুদ্রাস্ফীতি মোকাবেলায় কিভাবে সংস্থা কাজ করছে এ বিষয় নিয়ে জেরেমি হান্ট কথা বলবেন।
প্রধানমন্ত্রী ঋষি সুনাক খুচরা বিক্রেতাদের দায়িত্বশীল হবার পরামর্শ দিয়েছেন। সুনাকের মতে পরিবারের সাপ্তাহিক শপিংয়ের বিলগুলি “গত কয়েক মাসে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে”।
হান্ট আরও নিশ্চিত করেছেন গ্রাহকদের উপর বাজারের চাপ কমাতে কনজারভেটিভ সরকারের মন্ত্রীরা চেষ্টা অব্যাহত রেখেছেন। তিনি বলেন, সুপারমার্কেটগুলো নিশ্চয়তা দিয়েছে গ্রাহকদের উপর চাপ কমাতে তারা কম মার্জিনেই ব্যবসা পরিচালনা করছে।
গত সপ্তাহে সরকারী পরিসংখ্যান অনুযায়ী মুদ্রাস্ফীতি মে মাসে ভোক্তাদের  জীবনযাত্রার মান স্বাচ্ছন্দ্যে রাখতে ব্যর্থ হয়েছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাংক অফ ইংল্যান্ড ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ সুদের হার বৃদ্ধি করেছে।
রবিবার সুনাক জানান মুদ্রাস্ফীতির উচ্চলম্ফন হ্রাস করতে সুদের হার বাড়ানো ছাড়া এই মূহুর্তে আর কোনো বিকল্প ব্যবস্থা নেই। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তাই জনসাধারণকে তাদের স্নায়ু ধরে রাখার পরামর্শ দিয়েছেন।
 এম.কে
২৭ জুন ২০২৩

আরো পড়ুন

ট্যাক্স ফাঁকি দিতেই কী নিজেকে ‘নন-ডমিসাইল’ দাবি করলেন সুনাকের স্ত্রী?

জোকোভিচের মালিকানায় তৈরি হচ্ছে কোভিডের ওষুধ

সৌদি রাজপুত্রের যুক্তরাজ্য সফর নিয়ে নানা জল্পনাকল্পনা