বার্মিংহামের উত্তরে পেরি বার এলাকায় একজন নারী শপিং সেন্টারের বাইরে ধর্ষণের শিকার হয়েছেন বলে জানা যায়। একই স্থানে পরবর্তীতে আরেকজন নারী আক্রমণের শিকার হন। বার্মিংহাম পুলিশ উভয় ঘটনার তদন্ত করছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে।
ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের কর্মকর্তারা ওয়ালসাল রোডের কিছু অংশ সিল করে দিয়েছেন এবং রেলস্টেশনের কাছে একটি বড় কর্ডন স্থাপন করেছেন বলে জানিয়েছেন।
তাছাড়া ঘটনার কাছাকাছি অ্যালড্রিজ রোডও ব্লক করে দেয়া হয়েছে।
তদন্তকারী কর্মকর্তারা উভয় ঘটনা সম্পৃক্ত কিনা তা খতিয়ে দেখছেন।
পুলিশের একজন মুখপাত্র বিবৃতিতে বলেন, “অফিসাররা আজ ভোরে পেরি বার এলাকায় ধর্ষণের একটি ঘটনা তদন্ত করছেন। আমরা রাত ১:৫০-এ খবর পেয়ে ওয়ালসাল রোডের কিছু অংশ সিল করে দিয়েছি।
আমরা আরও একটি রিপোর্ট পেয়েছি, যেখানে একজন নারী অ্যালড্রিজ রোডের কাছে আক্রমণের শিকার হবার বিষয়ে অভিযোগ করেছেন। আমরা বুঝতে চেষ্টা করছি এই দুটি ঘটনা একে অপরের সাথে সম্পর্কিত কিনা। আমরা জানি যে এটি স্থানীয় সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও দুশ্চিন্তার কারণ হবে।
আজকের রাতে এলাকায় টহল আরও জোরদার করা হবে। কেউ ঘটনা সম্পর্কে জেনে থাকলে অথবা সন্দেহজনক কিছু চোখে পড়লে আমাদের সাথে কথা বলুন।
কারও কাছে কোনো তথ্য থাকলে আমাদের সাথে লাইভ চ্যাটের মাধ্যমে যোগাযোগ করুন বা ১০১ নম্বরে ফোন করুন। ফোন কল বা চ্যাটে লগ ২১৮ এবং ৫২০ (১৮/১) কথাটি উল্লেখ করে তথ্য প্রদান করুন।”
সূত্রঃ দ্য সান
এম.কে
১৯ জানুয়ারি ২০২৫