9.7 C
London
February 28, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ডে বিনামূল্যে ই-ভিসা সহায়তা সেশন মার্চ ও এপ্রিল মাসে

যুক্তরাজ্য সরকারের নতুন সিস্টেম চালুর মধ্যেই ব্র্যাডফোর্ডে বিনামূল্যে ই-ভিসা সহায়তা সেশন অনুষ্ঠিত হচ্ছে।

গ্লোবাল ব্র্যাডফোর্ড আগামী কয়েক সপ্তাহ ধরে কিছু সেশন পরিচালনা করছে, যেখানে যারা তথ্য বা নির্দেশনা চান, তারা সাহায্য পেতে পারেন। গ্লোবাল ব্র্যাডফোর্ড গত অক্টোবর থেকে এই সেশন পরিচালনা করছে।

পরবর্তী সেশন অনুষ্ঠিত হবে সিটি হলে ২২শে মার্চ, সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং শুধুমাত্র শরণার্থীদের জন্য একটি বিশেষ সেশন কুয়েকার’স হাউস (Biasan)-এ বিকেল ৩:৩০ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

গ্লোবাল ব্র্যাডফোর্ড হোম অফিসের সাথে যোগাযোগ করে ব্যক্তির লগ-ইন নম্বর সংগ্রহ করতে পারে। সেশনগুলোতে স্বেচ্ছাসেবকরা ই-ভিসা জমা দেওয়ার পাশাপাশি যেকোনো সমস্যা সমাধানে সহায়তা করবেন।

ই-ভিসার ধরন:
গ্লোবাল ব্র্যাডফোর্ডের একজন মুখপাত্র জানিয়েছেন, ১লা নভেম্বর ২০২৪-এর আগে স্ট্যাটাস পাওয়া ব্যক্তিদের ই-ভিসার জন্য বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট (BRP) ব্যবহার করতে হবে।

যাদের পাসপোর্টে পুরনো স্ট্যাম্প রয়েছে, তাদের ‘নো টাইম লিমিট’ আবেদন করতে হবে।
যারা ১লা নভেম্বর ২০২৪-এর পরে স্ট্যাটাস পেয়েছেন, তাদের ই-ভিসার সঙ্গে কোনো ফিজিক্যাল ডকুমেন্ট থাকবে না।

অতিরিক্ত তথ্যের জন্য গ্লোবাল ব্র্যাডফোর্ড-এর নম্বরে যোগাযোগ করতে তারা অনুরোধ জানিয়েছে: 07783667435

ই-ভিসা কী?

ইউকে ভিসা’স অ্যান্ড ইমিগ্রেশন (UKVI) একটি ডিজিটাল ইমিগ্রেশন সিস্টেম তৈরি করছে, যেখানে ফিজিক্যাল ডকুমেন্টের পরিবর্তে অনলাইন রেকর্ড রাখা হবে।

ই-ভিসা হল ইমিগ্রেশন স্ট্যাটাসের অনলাইন রেকর্ড, যা যুক্তরাজ্যে প্রবেশ বা থাকার অনুমতির শর্তগুলো দেখাবে।

কোনো ব্যক্তি একবার UKVI অ্যাকাউন্ট তৈরি ও ই-ভিসা জমা দিলে, তখন এটি দেখতে ও স্ট্যাটাস প্রমাণ করা সম্ভব—যেমন কাজের অনুমতি, বাসা ভাড়া, সুবিধাদি গ্রহণ, গৃহহীন সহায়তা, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক অ্যাকাউন্ট এবং আরও অনেক কিছু।

যে ব্যক্তি ই-ভিসার আবেদন করবে সেই ব্যক্তির ফোন নম্বর, ইমেইল ও ঠিকানার তথ্য নিয়মিত হালনাগাদ করা প্রয়োজন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

১৮ বছরের নিচের শিশুদের ক্ষেত্রে, যদি তারা নিজের অ্যাকাউন্ট তৈরি বা পরিচালনা করতে না পারে, তাহলে তাদের অভিভাবককে এটি তৈরি করতে হবে।

UKVI অ্যাকাউন্ট তৈরি করতে কোনো ফি দিতে হবে না বলে জানিয়েছে গ্লোবাল ব্র্যাডফোর্ড।

সূত্রঃ টেলিগ্রাফ এন্ড আর্গস

এম.কে
২৮ ফেব্রুয়ারি ২০২৫

আরো পড়ুন

দূরবর্তী অঞ্চলের জন্য ড্রোন বহর ব্যবহার করবে রয়্যাল মেইল

অনলাইন ডেস্ক

আবাসন সমস্যার কারণে বিপর্যস্ত যুক্তরাজ্য

অস্ত্রের অভাবে বেলচা দিয়ে লড়ছে রুশ বাহিনী