5.9 C
London
November 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

রেস্তোরাঁকর্মীদের টিপস মালিকের নেয়া নিষিদ্ধ করা হবে যুক্তরাজ্যে

যুক্তরাজ্যের রেস্তোরাঁকর্মীদের বকশিস মালিকদের নেওয়ায় নিষেধাজ্ঞা প্রস্তাব হওয়ার পাঁচ বছর পর তা আইন করতে যাচ্ছে সরকার। সেদেশের প্রায় ২০ লাখ ওয়েটিং স্টাফ এবং বিভিন্ন অতিথেয়তাকর্মীদের সাহায্যের লক্ষ্যে এ আইনটি করা হচ্ছে। এছাড়াও ওয়েটিং এবং কিচেন স্টাফদের একটি কার্ড পেমেন্ট থেকে কোম্পানিগুলোর টাকা কেটে রাখার বিষয়টিও এতে থাকবে।

 

ব্রিটিশ সরকার বলছে, দেখা গেছে অনেক প্রতিষ্ঠান কাস্টমার বিলের সঙ্গে একধরনের সার্ভিস চার্জ যুক্ত করে। এই চার্জের টাকা কর্মীদের পাওয়ার কথা থাকলেও সরাসরি মালিকের অ্যাকাউন্টে চলে যায়। করোনা মহামারি শুরুর পর থেকে এই নিয়মের পরিবর্তন জরুরি হয়ে পড়েছে, কারণ বর্তমানে বেশিরভাগ টিপিং পেমেন্ট কার্ডের মাধ্যমে করা হয়। ক্যাশে বকশিস দেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়না। কার্ডে বকশিস দিতে গেলেই এই জটিলতা।

 

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, নতুন আইনে রেস্তোরাঁর কর্মীদের কাছ থেকে টিপস এবং সার্ভিস চার্জ নেওয়া মালিকদের জন্য অবৈধ। নিয়ম ভাঙ্গকারীদের জরিমানা করা হতে পারে এবং কর্মীদের ক্ষতিপূরণ দিতে বাধ্য করা যেতে পারে।

 

এ বিষয়ক প্রচারণা চালিয়ে যাওয়া সংগঠন ইউনিট বলছে, আইনটি কার্যকরে ৫ বছর দেরি হওয়ায় প্রত্যেকজন কর্মী প্রায় ১০ হাজার পাউন্ড বকশিস হারিয়েছেন। নতুন আইনটির যেন অপব্যবহার করা না হয় সে বিষয়ে সতর্ক করেছে সংগঠনটির সদস্যরা।

 

২৫ সেপ্টেম্বর ২০২১
এনএইচ

আরো পড়ুন

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে আছে যুক্তরাজ্য: হাইকমিশনার

যুক্তরাজ্য সরকার ফিল্ম শ্যুটিংয়ের মতো প্রস্তুতি সম্পন্ন করছে রুয়ান্ডানীতি বাস্তবায়নে

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় নতুন সুযোগ-সুবিধা