2.9 C
London
January 11, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের লিডসে এক রোগী ওষুধের অভাবে মারা গিয়েছেন

যুক্তরাজ্যে ডেভিড ক্রম্পটন (৪৪) নামের একজন মৃগী রোগী তার নির্ধারিত ওষুধের ঘাটতির কারণে সিঁড়ি থেকে পড়ে মারা গিয়েছেন।

ডেভিড ক্রম্পটন ১৩ ডিসেম্বর মারা যান বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়। তথ্যসূত্র হতে জানা যায় সিঁড়ি থেকে পড়ে যাওয়ার ফলে তার মস্তিষ্কে অক্সিজেনের অভাব ঘটে এবং হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

রিপোর্টে জানা যায়, মৃগী রোগ তার মৃত্যুর একটি কারণ ছিল। ডেভিড ক্রম্পটনকে টেগ্রেটল নামক ওষুধ নির্ধারিত করা হয়েছিল, কিন্তু মিডওয়ে ফার্মেসি এই ওষুধ সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় তিনি সরবরাহ পাননি।

এই ঘটনা দ্বিতীয়বারের মতো ঘটেছিল যখন তিনি ওষুধ ছাড়াই থাকতে বাধ্য হন। এর আগে এপ্রিল ২০২৪ সালে, একই ফার্মেসি ১০ দিন ধরে তার ওষুধ সরবরাহ করতে পারেনি। তখন তিনি প্রথমবার সিঁড়ি হতে পড়ে গিয়েছিলেন।

ওয়েস্ট ইয়র্কশায়ারের সিনিয়র তদন্তকারী কর্মকর্তা, কেভিন ম্যাকলফলিন তার প্রতিবেদনে বলেন, “তদন্তে পরিবার জানিয়েছে যে ফার্মেসি যখন নির্ধারিত টেগ্রেটল সরবরাহ করতে ব্যর্থ হয়, তখন ওষুধের ব্যবস্থা করার দায়িত্ব পরিবারের ওপর ছেড়ে দেওয়া হয়েছিল। অথচ ফার্মেসির দায়িত্ব ছিল সরবরাহ খুঁজে বের করা।”

তিনি আরও জানান, “২০২৪ সালের এপ্রিল মাসের ঘটনার পর হাসপাতালের বিশেষজ্ঞরা মিস্টার ক্রম্পটনকে বলেছিলেন ১০ দিন ওষুধের অভাবে থাকা সম্ভবত তার মৃগী রোগের কার্যক্রমের জন্য ক্ষতিকর হবে। এই বিপজ্জনক ঘটনার পরেও শিক্ষা নেওয়া হয়েছিল কিনা তা প্রশ্নসাপেক্ষ।”

২০২৪ সালের মে মাসে স্বাস্থ্য ও সামাজিক যত্ন বিভাগ টেগ্রেটল ১০০মিগ্রা/৫মিলি তরলের জন্য সরবরাহ ঘাটতির নোটিশ জারি করেছিল। এর প্রস্তুতকারক, নোভারটিস, জানিয়েছিল যে কিছু সরবরাহ পাওয়া যাচ্ছে, তবে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সময় লাগবে।

২০২৩ সালের জানুয়ারিতে প্রকাশিত হয়েছিল যে এনএইচএস-এ ওষুধের ঘাটতি একটি নজিরবিহীন স্তরে পৌঁছেছে এবং এর ফলে জীবন ঝুঁকির মধ্যে পড়েছে।

এপিলেপসি সোসাইটির প্রধান নির্বাহী ক্লেয়ার পেলহ্যাম বলেন, “কীভাবে এমন হতে পারে, একজন মানুষ যুক্তরাজ্যে ওষুধের ঘাটতির ফলে মারা যায়? আমরা মাসের পর মাস ধরে মৃগী রোগীদের জন্য ওষুধের ঘাটতির সবচেয়ে ভয়াবহ পরিণতির বিষয়ে সতর্ক করে আসছি।”

তিনি আরও বলেন, “আমি আশা করি, ডেভিডের মর্মান্তিক মৃত্যু সরকারকে অবিলম্বে ব্যবস্থা নিতে বাধ্য করবে। আমরা একটি শক্তিশালী নেতৃত্ব ও দায়বদ্ধতা সহ একটি কর্মশক্তি প্রয়োজন। ফার্মাসিউটিক্যাল শিল্প এবং সরবরাহ শৃঙ্খল জুড়ে মানুষ তাদের দক্ষতা দিতে ইচ্ছুক। আমি আশা করি স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং এখনই এর গুরুত্ব বুঝবেন।”

মিডওয়ে ফার্মেসির মন্তব্যের জন্য তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তবে তারা কোনো ধরনের মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
১১ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

পেনশনভোগীদের জন্য ৫টি বিশেষ সুবিধা

ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের মৃত্যু নিয়ে দোষারোপের মুখে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের কি ভ্যাকসিনেশন বাধ্যতামূলক করা উচিত?