19.5 C
London
June 29, 2025
TV3 BANGLA
শীর্ষ খবরসারাদেশ

যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বন্ধ করতে সংসদীয় কমিটি

যুক্তরাজ্যে করোনার নতুন ধরন দ্রুত ছড়ানোর প্রেক্ষাপটে দেশটির সঙ্গে বাংলাদেশের আকাশপথে যোগাযোগ সাময়িক বন্ধ করতে বলেছে সংসদীয় কমিটি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলেছে কমিটি।

 

বুধবার (৩০ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

 

বৈঠক শেষে কমিটির সভাপতি শেখ ফজলুল করিম গণমাধ্যমকে বলেন, যুক্তরাজ্যে করোনার যে নতুন ধরন পাওয়া গেছে তা বাংলাদেশে আছে কি না, এখনও নিশ্চিত নয়। কিন্তু ফ্লাইট যেহেতু চলছে, সেহেতু আসার আশঙ্কা থেকে যায়। এ কারণে আমরা বিমান মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে সাময়িকভাবে ফ্লাইট বন্ধ করতে বলেছি।

 

দেশে সংক্রমণের শুরুতে কোয়ারেন্টাইন নিয়ে কিছু গাফিলতির অভিযোগ করে তিনি বলেন, কোয়ারেন্টাইন যাতে কঠোরভাবে মানা হয় সেদিকেও লক্ষ রাখতে বলেছি আমরা।

 

শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মুহিবুর রহমান মানিক, মো. আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নুর, রাহগির আলমাহি এরশাদ এবং মো. আমিরুল আলম মিলন।

 

৩০ ডিসেম্বর ২০২০
সূত্র: সময় সংবাদ

আরো পড়ুন

স্ট্যাম্প ডিউটি হলিডের শেষে প্রপার্টি মার্কেটের হালচাল!

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে ইভি উৎপাদনে বড় বিনিয়োগ করবে বিএমডব্লিউ

বন্ধ হচ্ছে লয়েডস ও হ্যালিফ্যাক্স ব্যাংকের আরো ৪৮ শাখা

অনলাইন ডেস্ক