25.7 C
London
August 14, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের হান্টারকম্ব হাসপাতালে কিশোরীর মৃত্যুঃ সিস্টেমের চরম ব্যর্থতার অভিযোগ

যুক্তরাজ্যের বার্কশায়ারের হান্টারকম্ব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ বছরের কিশোরী রুথ সিজমাঙ্কিয়েভিজকে একা ফেলে রাখার পর মৃত্যু হয়, যা করনারের (একজন স্বতন্ত্র বিচারিক কর্মকর্তা) রায়ে “অবৈধ হত্যাকাণ্ড” বলে ঘোষণা করা হয়েছে।

সালিসবারির বাসিন্দা রুথ খাওয়া-দাওয়া ব্যাপারে দূর্বল এবং মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে চিকিৎসা নিচ্ছিলেন। ২০২২ সালের ১২ ফেব্রুয়ারি তাকে কঠোর পর্যবেক্ষণে রাখা হয়েছিল, কিন্তু দায়িত্বে থাকা এজেন্সি কর্মী ইবো আচিয়েমপং — যিনি নকল পরিচয়পত্র ব্যবহার করছিলেন — বারবার তাকে একা রেখে চলে যেতেন। এই সুযোগে রুথ নিজ কক্ষে গিয়ে আত্মহানির চেষ্টা করেন। প্রায় ১৫ মিনিট পর তাকে উদ্ধার করে অক্সফোর্ডের জন র‌্যাডক্লিফ হাসপাতালে নেওয়া হয়, যেখানে দুই দিন পর তিনি মারা যান।

তদন্তে জানা যায়, আচিয়েমপং মনোরোগ হাসপাতালে কাজের কোনো অভিজ্ঞতা ছাড়াই প্লাটিনাম এজেন্সির মাধ্যমে নিয়োগ পেয়েছিলেন। ঘটনার পর তিনি হাসপাতালে আর ফেরেননি এবং ঘানায় পালিয়ে যান। থেমস ভ্যালি পুলিশ তার প্রকৃত পরিচয় জানলেও প্রমাণের অভাবে যুক্তরাজ্যে ফেরাতে পারেনি।

রুথের বাবা-মা— অভিযোগ করেছেন, তাদের মেয়েকে বাড়ি থেকে ৭০ মাইল দূরে রাখা হয়েছিল এবং ফোন ব্যবহারের অবাধ সুযোগ দেওয়া হয়েছিল, যার মাধ্যমে সে আত্মহত্যা সম্পর্কিত তথ্য খুঁজতে পারত। তারা বলেন, হাসপাতালে তাকে সহায়তা নয়, বরং শাস্তি দেওয়া হয়েছে এবং হাসপাতালের সিস্টেম তাকে সঠিকভাবে দেখাশোনা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে।

ঘটনার দিনে থেমস ওয়ার্ডে অন্তত অর্ধেক কর্মী অনুপস্থিত ছিলেন। অভিজ্ঞ কর্মী মিশেল হ্যান্সি আগেই সতর্ক করেছিলেন যে জনবলের ঘাটতির কারণে নির্ধারিত পর্যবেক্ষণ বজায় রাখা সম্ভব নাও হতে পারে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, আচিয়েমপং রুথকে লাউঞ্জে রেখে বারবার বাইরে যাচ্ছিলেন, পরে কিশোরী নিজ কক্ষে চলে গিয়ে দরজা বন্ধ করে দেন।

হান্টারকম্ব হাসপাতাল ঘটনার আগে কেয়ার কোয়ালিটি কমিশনের দুইবারের পরিদর্শনে “অপর্যাপ্ত” রেটিং পেয়েছিল। রুথের মৃত্যুর পর প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়।

শিশু অধিকার সংস্থা ইনকোয়েস্ট জানিয়েছে, শুধুমাত্র ব্যক্তিগত ব্যর্থতার দিকে নয়, বরং শিশু মনোরোগ সেবার জাতীয় পর্যায়ের গভীর সংকটের দিকে মনোযোগ দেওয়া জরুরি, নইলে রুথের মতো আরও শিশু প্রাণ হারাবে।

সূত্রঃ দ্য সান

এম.কে
১৪ আগস্ট ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে বিদেশি চিকিৎসকদের নিয়োগ সীমিত করতে এনএইচএসে বড় সংস্কার

ইউনিভার্সাল ক্রেডিট দাবিদাররা অপারেশন ‘রেড মিটের’ নতুন শিকার

অনলাইন ডেস্ক

ডায়ানার মতো পরিণতি হতে পারতো আমাদেরও: প্রিন্স হ্যারি

নিউজ ডেস্ক