TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে আবারও বর্ডার ফোর্সের ধর্মঘটের ডাক

যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরের বর্ডার ফোর্স বাহিনী অন্যায্য শিফটের কারণে আবারও ধর্মঘটের ডাক দিয়েছে।

ইউনিয়ন জানিয়েছে, চারদিনের ধর্মঘট আগামী ২৯ এপ্রিল হতে শুরু হতে পারে।

ইউনিয়ন বলেছে যে, সদস্যরা তাদের শিফট প্যাটার্নের হঠাৎ পরিবর্তনে ক্ষুব্ধ হয় যা তাদের উপর ক্ষতিকারক প্রভাব ফেলবে বলে সদস্যরা মনে করে। যার কারণে ৮ এপ্রিলের ধর্মঘটের ডাক দিয়েছিল যা পরে প্রত্যাহার করা হয়।

হোম অফিসের একজন মুখপাত্র বলেছেন, ” আমাদের অগ্রাধিকার হ’ল আমাদের নাগরিকদের সুরক্ষিত রাখা এবং আমাদের সীমানা সুরক্ষিত রাখা। আমরা হিথ্রো বিমানবন্দরের ধর্মঘট সংক্রান্ত বিষয় নিয়ে নিবিড়ভাবে কাজ করছি।”

সূত্রঃ বিবিসি

এম.কে
১৯ এপ্রিল ২০২৪

আরো পড়ুন

ব্রিটিশ রাজপরিবারের ১৮৭ মিলিয়ন পাউন্ড সম্পদের গোপন উইল!

বেনিফিট বন্ধে কড়াকড়ি আরোপ করতে গিয়ে নতুন কেলেঙ্কারির জন্ম দিতে পারে সরকার

ইস্ট লন্ডনের ফরেস্ট গেইট পুলিশ স্টেশনে আগুন