TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে অজানা হাইওয়ে কোডঃ সামান্য ভুলেই ৮০ পাউন্ড জরিমানা

যুক্তরাজ্যে অনেক চালকই জানেন না, রাস্তার পাশে গাড়ি পার্ক করার সময় একটি তুলনামূলক কম পরিচিত নিয়ম অমান্য করলে তাদের গুনতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা। হাইওয়ে কোড অনুযায়ী, গাড়ি অবশ্যই রাস্তার কার্ব বা ফুটপাতের ধার থেকে সর্বোচ্চ ৫০ সেন্টিমিটারের মধ্যে রাখতে হবে।

 

হাইওয়ে কোডে স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো গাড়ি এমন জায়গায় পার্ক করা যাবে না যেখানে তা অন্য যানবাহন বা পথচারীদের চলাচলে অপ্রয়োজনীয় বাধা সৃষ্টি করে বা ঝুঁকিপূর্ণ পরিস্থিতির জন্ম দেয়। নিয়ম লঙ্ঘন হলে আইন অনুযায়ী চালককে জরিমানা করা যেতে পারে।

বিশেষজ্ঞরা জানান, অনেক চালক ডাবল পার্কিং কেবল অন্য গাড়ির সামনে বা পাশে গাড়ি রাখাকেই মনে করেন। কিন্তু রাস্তার ধার থেকে ৫০ সেন্টিমিটারের বেশি দূরে গাড়ি রাখাও একই ধরনের অপরাধ হিসেবে গণ্য হয়।

একটি ব্যতিক্রম রয়েছে। যদি গাড়িটি চিহ্নিত পার্কিং বে’য়ের ভেতরে সম্পূর্ণভাবে রাখা হয়, তাহলে ৫০ সেন্টিমিটার নিয়ম প্রযোজ্য হবে না। গাড়িটি অবশ্যই পার্কিং বেইয়ের দাগের ভেতরে থাকা আবশ্যক।

ফুটপাতে পার্কিং লন্ডন ও স্কটল্যান্ডে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ইংল্যান্ডের অন্যান্য এলাকায় এটি সরাসরি অবৈধ না হলেও, পথচারীদের চলাচলে বাধা দিলে পিসিএন (পেনাল্টি চার্জ নোটিশ) দেওয়া হতে পারে।

পেভমেন্ট পার্কিং সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার বিষয়ে ইংল্যান্ডজুড়ে আলোচনা চলছে, তবে এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা হয়নি। ফলে নিয়ম প্রয়োগের বিষয়টি স্থানীয় কাউন্সিলের ওপর নির্ভর করছে।

জরিমানার পরিমাণ অঞ্চলভেদে ভিন্ন হলেও সাধারণত ৫০ থেকে ৮০ পাউন্ডের মধ্যে হয়। অনেক কাউন্সিল দ্রুত জরিমানা পরিশোধ করলে সর্বোচ্চ ৫০% ছাড় দেয়। তবে ৩০ দিনের মধ্যে পরিশোধ না করলে অতিরিক্ত চার্জ যুক্ত হতে পারে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, পিসিএন পরিশোধে অবহেলা করলে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। এতে জরিমানার অঙ্ক কয়েকশ পাউন্ড পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং কাউন্টি কোর্ট জাজমেন্ট (CCJ) হয়ে ব্যক্তির ক্রেডিট স্কোরেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

সূত্রঃ দ্য এক্সপ্রেস

এম.কে

আরো পড়ুন

‘যুক্তরাজ্য সরকারের কাজই করছিলাম”—অভিবাসী পাচারকারী চক্রের দাবি

ব্রিটিশ রাজাকে চিঠি লিখেছেন জুলিয়ান অ্যাসাঞ্জ

তীব্র শীতে এনএইচএসের পরামর্শঃ ‘মোজা পরে থাকুন, পা তুলে রাখুন’—দেশজুড়ে সতর্কতা জারি

নিউজ ডেস্ক