12.5 C
London
October 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে অপরাধ নয় এমন ‘হেট ইনসিডেন্ট’ তদন্ত বন্ধ করবে মেট পুলিশ

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ ঘোষণা দিয়েছে, তারা আর “নন-ক্রাইম হেট ইনসিডেন্ট” বা অপরাধ নয় এমন ঘৃণাজনিত ঘটনার তদন্ত করবে না। সংস্থাটি বলছে, এই সিদ্ধান্তের ফলে কর্মকর্তারা প্রকৃত অপরাধ তদন্তে মনোযোগ দিতে পারবেন এবং আইনের অস্পষ্টতা কমবে।

 

এই সিদ্ধান্ত আসে Father Ted ধারাবাহিকের নির্মাতা গ্রাহাম লাইনহ্যানকে ঘিরে বিতর্কের পর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (পূর্বের টুইটার) সহিংসতায় প্ররোচনার অভিযোগে ১ সেপ্টেম্বর হিথ্রো বিমানবন্দরে পাঁচজন কর্মকর্তা তাকে গ্রেপ্তার করেছিলেন। তবে পরে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (CPS) তদন্তের প্রমাণ পর্যালোচনা করে জানায়, তার বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হবে না।

মেট পুলিশের মুখপাত্র সোমবার বলেন, “কমিশনার স্পষ্ট করে জানিয়েছেন, অফিসারদের সংস্কৃতি যুদ্ধ বা ‘কালচার ওয়ার’ ধরনের বিতর্কে জড়ানো উচিত নয়। অনলাইনে সহিংসতায় প্ররোচনার বর্তমান আইন তাদের এক জটিল অবস্থায় ফেলে দেয়।” তিনি আরও যোগ করেন, নতুন নীতিমালা কর্মকর্তাদের জন্য “পরিষ্কার দিকনির্দেশনা” তৈরি করবে এবং “অপরাধের পর্যায়ে না পড়া ঘটনায় সময় নষ্ট” রোধ করবে।

‘নন-ক্রাইম হেট ইনসিডেন্ট’ বলতে বোঝায় এমন কোনো কর্মকাণ্ড, যা পক্ষপাত বা শত্রুতার প্রভাবে ঘটেছে বলে মনে হয়— যেমন জাতি, ধর্ম, বা লিঙ্গ পরিচয়ের ভিত্তিতে— কিন্তু যা আইনত অপরাধ নয়। এসব ঘটনা শুধু সম্ভাব্য ঝুঁকি পর্যবেক্ষণের উদ্দেশ্যে রেকর্ড করা হয়, ২০০৫ সালে স্টিফেন লরেন্স হত্যাকাণ্ড-পরবর্তী তদন্তের পর থেকে এই প্রথা চালু হয়।

লাইনহ্যানের গ্রেপ্তারের বিষয়টি পরবর্তীতে ‘নন-ক্রাইম হেট ইনসিডেন্ট’ হিসেবেই বিবেচিত হয়। তার আইনজীবীদের মেট পুলিশ ইমেল করে জানায়, “CPS-এর সিদ্ধান্ত অনুযায়ী এই ঘটনায় আর কোনো পদক্ষেপ নেওয়া হবে না, তবে নতুন প্রমাণ পাওয়া গেলে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে।”

গ্রেপ্তার প্রসঙ্গে লাইনহ্যান ও ‘ফ্রি স্পিচ ইউনিয়ন’ (FSU) ঘোষণা দিয়েছে, তারা মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ভুল গ্রেপ্তার ও মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগে মামলা করবেন। ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালত ইতিমধ্যে তার সব জামিন শর্ত বাতিল করেছে, বিচারক ডিস্ট্রিক্ট জজ স্নো বলেন, “এই শর্তগুলো অত্যন্ত অস্পষ্ট।”

সাবস্ট্যাক প্ল্যাটফর্মে প্রকাশিত এক লেখায় লাইনহ্যান জানান, বিমানবন্দরে গ্রেপ্তারের পর রক্তচাপ পরীক্ষায় তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পুলিশও নিশ্চিত করে যে, তার অবস্থা “না জীবন-হুমকিস্বরূপ, না স্থায়ী ক্ষতিকর”।

লাইনহ্যান বলেন, গ্রেপ্তারের কারণ ছিল এপ্রিল মাসে করা তিনটি পোস্ট। প্রথমটিতে তিনি লেখেন, “যদি কোনো ট্রান্স-পরিচিত পুরুষ নারী-নির্দিষ্ট স্থানে থাকে, তাহলে সে সহিংস কাজ করছে। প্রতিবাদ করুন, পুলিশ ডাকুন, আর প্রয়োজনে অণ্ডকোষে ঘুষি মারুন।” জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, “এটি সহিংসতার আহ্বান নয়, বরং ব্যঙ্গাত্মকভাবে বলা একটি বক্তব্য।”

দ্বিতীয় পোস্টে তিনি একদল প্রতিবাদকারীর উপর থেকে তোলা ছবি দিয়ে লেখেন, “এটি এমন ছবি যা আপনি গন্ধে বুঝতে পারবেন।” তৃতীয় পোস্টে তিনি “নারীবিদ্বেষী ও সমকামবিদ্বেষী”দের উদ্দেশে গালাগালসহ ঘৃণা প্রকাশ করেন।

৩ সেপ্টেম্বর মেট্রোপলিটন পুলিশের কমিশনার স্যার মার্ক রাউলি গ্রেপ্তারে যুক্ত কর্মকর্তাদের পক্ষ নেন, তবে স্বীকার করেন যে “মতপ্রকাশের স্বাধীনতা ও বাস্তব সহিংসতার ঝুঁকির মধ্যে ভারসাম্য রক্ষা করা কঠিন।” তিনি সরকারকে আইন “পরিবর্তন বা স্পষ্ট করার” আহ্বান জানান।

অন্যদিকে প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেন, পুলিশকে “সবচেয়ে গুরুতর বিষয়গুলোর ওপর মনোযোগ দিতে হবে।” গ্রিন পার্টির নেতা জ্যাক পোলানস্কি লাইনহ্যানের পোস্টগুলোকে “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” বলে মন্তব্য করেন এবং গ্রেপ্তারকে “সমুচিত” বলে আখ্যা দেন।

তবে লেবার পার্টির সদস্য ও মানবাধিকার আইনজীবী শামী চক্রবর্তী বলেন, “জনশৃঙ্খলা আইন ও মতপ্রকাশ সংক্রান্ত অপরাধের আইনি কাঠামো নতুনভাবে পর্যালোচনা করা জরুরি।” তিনি আরও যোগ করেন, “সহিংসতায় প্ররোচনা সবসময়ই অপরাধ হিসেবে গণ্য হতে হবে।”

এদিকে, লাইনহ্যান বর্তমানে এক পৃথক মামলায় হয়রানি ও সম্পত্তি ক্ষতির অভিযোগে অভিযুক্ত, যেখানে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। মামলার পরবর্তী শুনানি ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে, ততদিন তিনি জামিনে মুক্ত থাকবেন।

সূত্রঃ বিবিসি

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে পার্ক করা বাসের আঘাতে প্রাণ গেলো একজন পথচারীর

অ্যাসাইলামপ্রার্থীদের প্রকাণ্ড আটককেন্দ্রে পাঠাবে হোম অফিস

অনলাইন ডেস্ক

৩৭ হাজার ফুট উচ্চতায় নগ্ন হয়ে উদ্দাম নেচে গ্রেপ্তার ব্রিটিশ এয়ারওয়েজের কর্মী