4.3 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যে অর্থনৈতিক টানাপোড়েন, বাড়ছে নগদ লেনদেনের ব্যবহার

গত এক দশকে যুক্তরাজ্যে নগদ অর্থের লেনদেন বৃদ্ধি পেয়েছে বলে জানায় ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদন। এই সময়ে গ্রাহকরা ক্রমবর্ধমান দামের সাথে লড়াই করে যাচ্ছে নিজেদের জীবন চালিয়ে নিতে বলে জানা যায় ।

তবে সংখ্যাটি এখনও ডেবিট কার্ড ব্যবহারের সাথে তুলনা করলে প্রায় অর্ধেক বলে জানায় সরকারী পরিসংখ্যান বিভাগ। গ্রাহকরা মনে করেন নগদ ব্যবহার তাদের জন্য সহজ।

তবে যুক্তরাজ্যের ফিনান্স বিভাগের তথ্যমতে, বর্তমান আর্থিক পরিস্থিতি সঙ্কুচিত হলে আসন্ন বছরগুলিতে নগদ ব্যবহার হ্রাস পাবার সম্ভাবনা রয়েছে। অতীতে যেখানে কয়েনের বহুল ব্যবহার ছিল তা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে দ্রব্যমূল্যের কারণে।

যুক্তরাজ্যের ফিনান্সের তথ্য অনুসারে, গত বছর গ্রাহক ও ব্যবসায়িক কর্তৃক ৪৬ বিলিয়ন অর্থ লেনদেনের ঘটনায় ডেবিট কার্ডের ব্যবহার ছিল। গ্রাহকদের মধ্যে ডেবিট কার্ডগুলি ৫৭% লেনদেনের জন্য ব্যবহৃত হত।

তাছাড়া অনেকক্ষেত্রে ঘর হতে কাজ করার প্রবনতা বৃদ্ধি পাওয়ায় নগদ ব্যবহার কমারও সম্ভাবনা রয়েছে কারণ লোকেরা অফিসে কম ভ্রমণ করছে। তবে গ্রাহকরা ডেবিট কার্ড ব্যবহার করছে মোবাইলের বিল প্রদানের জন্য।

গবেষণায় আরো দেখা যায় বর্তমান সময়ে গ্রাহকেরা একসাথে সাপ্তাহিক বাজার করার চেয়ে প্রয়োজনীয় জিনিসপত্র যখন যেটা প্রয়োজন তা কেনার অভ্যাস গড়ে তুলেছে। এরফলে আগের তুলনায় ঘরের বাজারেও স্বল্প পরিমাণে ব্যয় করছে।

কম দামের কর্ণার শপ থেকে করা মুদির বাজার দাম বাড়ার সাথে সাথে গ্রাহকরা কমিয়ে ফেলেছে বলে জানা যায়।

সীমিত বাজেট পরিচালনার প্রয়াসে, নগদ ব্যবহার গত বছর ৭% বৃদ্ধি পেয়েছে, যা ২০২১ সালে ছিল ৬.৪ বিলিয়ন পাউন্ড প্রায়।

নগদ লেনদেন অর্থ প্রদানের দ্বিতীয় জনপ্রিয় পদ্ধতি ছিল, তবে বর্তমানে কার্ডের ব্যবহারের বৃদ্ধির কারণে কোনো কোনো ক্ষেত্রে নগদ আদানপ্রদান বর্তমানে পিছিয়ে পড়তে দেখা যাচ্ছে।

যুক্তরাজ্যের ফিনান্সের গবেষণা প্রধান অ্যাড্রিয়ান বাকল বলেছেন, “যুক্তরাজ্যে বিভিন্ন ধরণের অর্থ প্রদানের পদ্ধতি প্রচলিত রয়েছে এবং প্রত্যেক প্রকার অর্থ প্রদানের ব্যবহারে নির্দিষ্ট সুবিধা পাওয়া যায়। ২০২২ এ আমরা যোগাযোগহীন, অনলাইন ব্যাংকিং এবং মোবাইল অর্থ প্রদানের বর্ধিত ব্যবহার দেখেছি।যদিও জীবনযাত্রার ব্যয়বহুল চ্যালেঞ্জ মোকাবেলায় গ্রাহকেরা নগদ ব্যবহার করতে পছন্দ করে।”

মিসেস ম্যাক্সওয়েল-স্কট, পেশায় একজন হিসাবরক্ষক জানান, তিনি কার্ডের মাধ্যমেই তার বেশিরভাগ লেনদেন করতে পছন্দ করেন। তবে কার্ডের ব্যবহার অতিরিক্ত অর্থ অপচয়ের দিকে ধাবিত করে এটাও তিনি উপলব্ধি করেছেন।

একজন সহকারী সেলসম্যান এমএস ক্লার্ক বলেন, “আমি আমার সকল খরচ নগদে করতে চাই এতে কি পরিমান অর্থ খরচ হচ্ছে সেটার হিসাব রাখা সম্ভব।”

পরিসংখ্যান অনুযায়ী দেখা যায় যে ব্যাংক চেকের ব্যবহার দিন দিন হ্রাস পাচ্ছে। তাই বেশিরভাগ ব্যাংক স্বয়ংক্রিয়ভাবে তাদের গ্রাহকদের কাছে চেকবুক প্রেরণ করে না।

আগস্টে, ট্রেজারি ঘোষণা করেছিল ব্যাংক গ্রাহকদের বিনামূল্যে এটিএম অ্যাক্সেসের সুবিধা রাখতে হবে তা নাহলে ব্যাংকগুলি জরিমানার মুখোমুখি হবে।

তাছাড়া একটি নতুন নীতিতে বলা হয়, শহর বা সিটি সেন্টারে প্রতি ১ মাইল অন্তর এটিএম বুথ রাখার বাধ্যবাধকতা করা হয়েছে। গ্রামাঞ্চলে প্রতি তিন মাইল অন্তর এটিএম বুথের সুবিধা রাখার আইন করা হয়েছে।

গ্রাহাম মট যুক্তরাজ্যের নগদ মেশিন নেটওয়ার্কের তদারকি করেন, তিনি জানান লক্ষ লক্ষ লোক এই সময়ে নোট এবং মুদ্রার ব্যবহারের দিকে ঝুঁকছে।

পোস্ট অফিস নেটওয়ার্ক জানিয়েছে, জুন থেকে আগস্টের মধ্যে রেকর্ড সংখ্যক সর্বাধিক নগদ লেনদেন তারা দেখেছে। পোস্ট অফিসের অনেকগুলি কাউন্টার গ্রাহকদের দ্বারা ব্যবহৃত হচ্ছে যেখানে ব্যাঙ্কের শাখাগুলি নির্দিষ্ট অঞ্চলে বন্ধ হয়ে যাচ্ছে।

এম.কে
১৭ সেপ্টেম্বর ২০২৩

আরো পড়ুন

উইন্ডসরে নিজেদের প্রাসাদের মালিকানা হারালেন হ্যারি-মেগান

র‌্যাবের মহাপরিচালক খুরশিদ হোসেনের স্ত্রীর লাশ উদ্ধার

হিথ্রোতে ব্রিটিশ এয়ারওয়েজের ১১৫ ফ্লাইট বাতিল!

অনলাইন ডেস্ক