লুটনে অ্যাডাম খান নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া এক কিশোরীর বিরুদ্ধে আনা হত্যা মামলা প্রসিকিউশন কর্তৃপক্ষ প্রত্যাহার করেছে। মেয়েটির উপর যখন চার্জ গঠন করা হয় তখন তার বয়স ছিল ১৬, বর্তমানে সে ১৭ বছর বয়সী।
২৬ বছর বয়সী অ্যাডাম খান গত ৩১ আগস্ট লুটনের হামবারস্টোন রোডে গুরুতর আহত অবস্থায় পাওয়া যান এবং পরে তার মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে এবং দুজন কিশোর—এক ছেলে এবং এক মেয়ে—কে অভিযুক্ত করে আদালতে হাজির করে। তবে তদন্ত চলাকালে জমা দেওয়া আপডেটেড প্রমাণ এবং মূল্যায়নের ভিত্তিতে প্রসিকিউশন কর্তৃপক্ষ মেয়েটির বিরুদ্ধে মামলাটি বাতিল করে।
পুলিশ নিশ্চিত করেছে যে মামলার তদন্ত এখনো সম্পূর্ণ হয়নি এবং ওই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় অভিযুক্ত থাকা কিশোর ছেলেটির বয়স চার্জের সময় ছিল ১৬, বর্তমানে ১৭ বছর, এবং তার বিচার আগামী ফেব্রুয়ারিতে শুরু হওয়ার কথা রয়েছে।
মামলার উভয় অভিযুক্ত কিশোর-কিশোরী গত সেপ্টেম্বর লুটন ক্রাউন কোর্টে প্রথমবারের মতো বিচারকের সামনে হাজির হন। তখন তারা যুব অপরাধী সংশোধনাগার থেকে ভিডিও লিংকের মাধ্যমে শুনানিতে অংশ নেন এবং বিচার শুরুর আগ পর্যন্ত হেফাজতে রাখা হয়।
মামলার সংবেদনশীলতা এবং অভিযুক্তদের অপ্রাপ্তবয়স্ক অবস্থার কারণে আদালত গণমাধ্যমকে তাদের পরিচয় প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেছে।
সূত্রঃ বিবিসি
এম.কে

