2.1 C
London
January 12, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ইবে’র মতো অনলাইন প্রতিষ্ঠানের জন্য আসছে ‘অপ্রত্যাশিত চমক’

যুক্তরাজ্যের ট্যাক্স রুলসে অপ্রত্যাশিত চমক আসতে যাচ্ছে। এই মাসের শেষে অনলাইন ব্যবসা প্রতিষ্ঠান সমূহকে এইচ,এম,আর,সি-কে তথ্য জানাতে হবে। ওয়েবসাইটগুলো ক্রেতাদের কাছে অনলাইনে কেমন পণ্য বা পরিষেবা বিক্রি করে কিংবা কত অর্থ উপার্জন করে তা সরকারী অর্থ বিভাগকে জানাতে হবে।

ইবে, ভিনটেডের মতো অনলাইন ব্যবসায়ী সাইটগুলোর জন্য ইউকের নতুন ট্যাক্স নিয়ম ‘অপ্রত্যাশিত চমক’ আনতে পারে। তবে এই সিস্টেম নিয়ে বিভ্রান্তি রয়েছে।

ইবে, ভিনটেড এবং এয়ারবিএনবি-এর মতো প্ল্যাটফর্মগুলো ২০২৪ সালের আয়ের পরিমাণ এইচ,এম,আর,সি-কে জানাতে হবে। এর ফলে বিক্রেতাদের বেশি কর দিতে হতে পারে বলে জানা যায়।

যুক্তরাজ্যের কর বছর এপ্রিল থেকে এপ্রিল পর্যন্ত হিসাব করা হয়। তবে এই রিপোর্টিংয়ের ক্ষেত্রে সময় জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়সীমার মধ্যে হবে। যা ওইসিডি-র (OECD) আন্তর্জাতিক উদ্যোগের অংশ।

দাতব্য সংস্থা লো ইনকামস ট্যাক্স রিফর্ম গ্রুপ জানিয়েছে, অনেক অনলাইন বিক্রেতা ভুল পরিসংখ্যান ব্যবহার করে কর রিটার্ন জমা দিতে পারেন।

লো ইনকামস ট্যাক্স রিফর্ম গ্রুপের কারিগরি কর্মকর্তা মেরেডিথ ম্যাকক্যামন্ড বলেছেন, ” শুধুমাত্র ২০২৪ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ডেটা কর রিটার্নে প্রাসঙ্গিক হবে। এই সময়টা এইচ,এম,আর,সি-এর জন্য সবচেয়ে ব্যস্ত মৌসুম এবং নতুন করদাতাদের জন্য এটি আরও কঠিন হতে পারে।”

প্ল্যাটফর্মগুলোকে জানাতে হবে, কেউ যদি বছরে £১,৭০০ পাউন্ডের বেশি আয় করেন বা ৩০টির বেশি লেনদেন করেন। নিয়ম অনুযায়ী নতুন কোনও কর আরোপ করা হয়নি, তবে আগের আয় গোপনকারীদের জন্য কর দিতে হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

যুক্তরাজ্যের আইনে, প্রত্যেকের জন্য বছরে £১,০০০ পাউন্ড ট্রেডিং অ্যালাউন্স রয়েছে। যার আওতায় এই সীমার মধ্যে আয় করমুক্ত।

অ্যাকাউন্ট্যান্ট ফার্ম বি,ডি,ও-এর রেজিস্টার বলেছেন, তারিখের এই অসামঞ্জস্যতার কারণে এইচএমআরসি পুরোপুরি সঠিক তথ্য পাবে না। তবে এটি বোঝার জন্য যথেষ্ট হবে যে কেউ অনলাইনে ব্যবসা করছেন কিনা।

তিনি আরও বলেছেন, “যারা নিয়ম জানেন না বা আয়ের কর এড়ানোর চেষ্টা করছেন, তাদের জন্য এটি অপ্রত্যাশিত চমক হতে পারে। আবার এইচএমআরসি-ও হয়তো দেখবে, কিছু মানুষ অনলাইন প্ল্যাটফর্ম থেকে কত বেশি আয় করছে।”

এইচএমআরসি জানিয়েছে, কারো বাড়ির অপ্রয়োজনীয় জিনিস অনলাইনে বিক্রি করলে কর দিতে হবে না। কিন্তু যদি কেউ ব্যবসা করেন বা বিক্রির মাধ্যমে লাভ করেন, তবে কর দিতে হতে পারে।

নতুন নিয়ম অনুযায়ী, প্ল্যাটফর্মগুলো তিন মাসের কোয়ার্টার ভিত্তিতে তথ্য প্রদান করতে হবে।

অ্যাকাউন্ট্যান্ট মিরুনা কনস্টান্টিন বলেছেন, “ নতুন নিয়ম চালুর সময়, মানুষ ভয় পেয়েছিল যে তাদের সমস্ত বিক্রিত জিনিসের উপর কর দিতে হবে। তবে এইচএমআরসি স্পষ্ট করেছে, অপ্রয়োজনীয় ব্যক্তিগত জিনিস বিক্রিতে কর দিতে হবে না। এখন এটি স্পষ্ট হওয়ায় এই ভীতির অবসান হয়েছে।”

এইচএমআরসি অনলাইনে পণ্য ও পরিষেবা বিক্রির মাধ্যমে মানুষ কত আয় করছে তা জানার প্রচেষ্টা চালাচ্ছে। তবে যুক্তরাজ্যের কর ব্যবস্থা যেভাবে পরিচালিত হয়, তাতে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে বলে একটি দাতব্য সংস্থা সতর্ক করেছে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
১২ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

সাপ্তাহিক ছুটিতে বিয়ের প্রবণতা কমেছে যুক্তরাজ্যে

পররাষ্ট্রমন্ত্রী হয়ে যুক্তরাজ্য সরকারে ফিরলেন ডেভিড ক্যামেরন

কানাডায় স্থায়ী হওয়ার সুযোগ পাচ্ছেন ৯০ হাজার বিদেশি