যুক্তরাজ্য সরকার ইলেকট্রিক ভেহিকল (ইভি) চার্জিং অবকাঠামো উন্নয়নে £৬৩ মিলিয়ন নতুন তহবিল ঘোষণা করেছে। পরিবহন সচিব হেইডি আলেকজান্ডার জানিয়েছেন, ইভি কেনা ও ব্যবহারকে সহজ ও সাশ্রয়ী করতে সরকার এই অর্থ ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছে।
এই তহবিলের মধ্যে £২৫ মিলিয়ন বরাদ্দ থাকবে স্থানীয় কাউন্সিলগুলোর জন্য, যাতে তারা রেসিডেনশিয়াল এলাকায় নতুন চার্জিং পয়েন্ট বসানো এবং পেভমেন্টের নিচ দিয়ে তার বা ‘ক্যাবল’ চালানোর মতো কার্যক্রম চালাতে পারে। আরও £৩০ মিলিয়ন ব্যয় হবে হাসপাতালসহ সরকারি গাড়ি ডিপোগুলোর চার্জিং সুবিধা উন্নয়নে।
সরকার একইসঙ্গে £৭০০ মিলিয়নের একটি নতুন ভর্তুকি প্যাকেজের পরিকল্পনাও চূড়ান্ত করছে, যার লক্ষ্য হচ্ছে নতুন ইভি কেনার খরচ কমিয়ে আনা। তবে এই বরাদ্দ আগের কনজারভেটিভ সরকারের প্রতিশ্রুত £৯৫০ মিলিয়নের তুলনায় কম, যা ছিল মোটরওয়ে চার্জিং পয়েন্ট স্থাপনের জন্য। সেই পরিকল্পনা লেবার সরকার গত মাসে বাতিল করে দেয়।
নতুন ভর্তুকি পরিকল্পনায় যুক্তরাজ্যে উৎপাদিত ইভিগুলোকেই বেশি অগ্রাধিকার দেওয়া হবে। এতে সবচেয়ে উপকৃত হবে নিশান, যারা সান্ডারল্যান্ডে লিফ (Leaf) মডেলের নতুন ইভি উৎপাদনের প্রস্তুতি নিচ্ছে। ভর্তুকি মূলত কম দামের গাড়ির ক্রেতাদের জন্য প্রযোজ্য হবে, প্রিমিয়াম ব্র্যান্ড যেমন টেসলা বা রেঞ্জ রোভার এতে অন্তর্ভুক্ত নাও হতে পারে।
অর্থমন্ত্রী র্যাচেল রিভস গত মাসে ইভি চার্জিং অবকাঠামোর জন্য আগামী পাঁচ বছরে £৪০০ মিলিয়ন বরাদ্দের ঘোষণা দেন, যা £১.৪ বিলিয়ন মূল্যের একটি বৃহৎ পরিবহন সহায়তা তহবিলের অংশ।
তথ্য সংস্থা জ্যাপ ম্যাপের তথ্যমতে, ২০২৫ সালের প্রথমার্ধে বিক্রি হওয়া নতুন গাড়ির ২০ শতাংশের কিছু বেশি ছিল ইভি, তবে সামগ্রিকভাবে যুক্তরাজ্যের রাস্তায় চলা গাড়ির মাত্র ৫ শতাংশের কম ইভি। ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে ইভি বিক্রি প্রায় ২৪০ শতাংশ বেড়েছে।
সরকারের লক্ষ্য, ২০২৫ সালের মধ্যে নতুন গাড়ির ২৮ শতাংশ হবে ইলেকট্রিক, যদিও বাস্তবে নমনীয়তার মাধ্যমে লক্ষ্যটা ২২ শতাংশে নামিয়ে আনা হয়েছে।
ইভি ভর্তুকি প্রথম চালু হয় ২০১১ সালে লিবারেল ডেমোক্র্যাট ও কনজারভেটিভ জোট সরকারের সময়। ২০২২ সালে কনজারভেটিভ সরকার সেটি বন্ধ করে দেয়, দাবি করে যে এটি ধনী শ্রেণির লোকজনদের বেশি উপকারে আসছিল এবং সরকারের জন্য ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছিল।
এছাড়া, ইভি উৎপাদনের জন্য দেশীয় প্রযুক্তি উন্নয়নে আগামী পাঁচ বছরে £২ বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে সরকার। এই বিনিয়োগের মাধ্যমে ব্যাটারি, পাওয়ার ইলেকট্রনিকস, ওয়েটলেস ডিজাইনসহ বিভিন্ন প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
লেবার সরকারের বাণিজ্য সচিব জনাথন রেনল্ডস বলেন, “আমরা ব্রিটিশ গাড়ি নির্মাতাদের বৈশ্বিক প্রতিযোগিতায় সামনে রাখতে বিনিয়োগকারীদের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছি। এতে যুক্তরাজ্যে শক্তিশালী ইভি সরবরাহ চেইন তৈরি হবে।”
সূত্রঃ দ্য গার্ডিয়ান
এম.কে
১৪ জুলাই ২০২৫