10.7 C
London
February 23, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে একের পর এক কনজারভেটিভ সাংসদ লেবার পার্টির পক্ষে অবস্থান নিচ্ছেন

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততো নানা ধরনের রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। ড্যান পোল্টার এবং নাটালি এলফিক কিছুদিন পূর্বেই কনজারভেটিভ সরকারের সমালোচনা করে লেবার পার্টির পক্ষে সুর তুলেছিলেন। কনজারভেটিভ দলের মার্ক লোগান এই সপ্তাহে লেবার পার্টির পক্ষে কথা বলে আগুনে নতুন করে ঘি ঢেলেছেন।

মার্ক লোগান বলেন, ” লেবার পার্টি প্রমাণ করেছে তাদের মধ্যে দেশকে নেতৃত্ব দেয়ার পরিকল্পনা রয়েছে। যুক্তরাজ্যে নতুন করে ঢেলে সাজাতে হলে লেবার পার্টির পরিকল্পনা প্রয়োজন।”

স্যার কেয়ার স্টারমার মাত্র এক মাসের মধ্যে লেবার পার্টির পক্ষে কনজারভেটিভ পার্টির বেশ কয়েকজন সদস্যের কথা বলায় খুব খোশমেজাজে রয়েছেন বলে জানায় স্কাই নিউজ।

মার্ক লোগান, যিনি ২০১৯ সালে বোল্টন হতে কনজারভেটিভ দল হতে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। লোগান স্কাই নিউজকে জানান, তিনি টোরিদের ছেড়ে যাচ্ছেন এবং ৪ জুলাই সাধারণ নির্বাচনে জনগণকে লেবারের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত।

তিনি আরও যোগ করে বলেন ” এটিই পরিবর্তনের উপযুক্ত সময়। এখনই সিদ্ধান্ত নিতে হবে দেশের জনগণের, দেশকে সঠিক পথে নিয়ে আসার জন্য কি করা উচিত। লেবার পার্টি সঠিক পরিকল্পনা নিয়ে এগুচ্ছে তাই তাদেরকে সমর্থন জানানো আমাদের কর্তব্য।”

সাম্প্রতিক মাসগুলিতে, লোগান গাজার বিষয়ে সরকারের নীতিমালার এক তীব্র সমালোচক ছিলেন। তাছাড়া এখনই যুক্তরাজ্য ফিলিস্তিনকে একটি দেশ হিসাবে স্বীকৃতি দেওয়া উচিত বলেও মত জানিয়েছিলেন তিনি।

মার্চ মাসে একটি টিভি সাক্ষাৎকারে মিঃ লোগান ইসলামোফোবিয়ার নামে জনগণের মনে ভয় সৃষ্টি করার জন্য প্রাক্তন ডেপুটি কনজারভেটিভ চেয়ার লি অ্যান্ডারসনকে অভিযুক্ত করেছিলেন। লন্ডনের মেয়র সাদিক খান সম্পর্কে লি অ্যান্ডারসন মন্তব্য নিয়েও লোগান অখুশি ছিলেন বলে জানা যায়।

উল্লেখ্য যে, উত্তর আয়ারল্যান্ড-বংশোদ্ভূত মিঃ লোগান ২০১৯ সালের সাধারণ নির্বাচনে লেবার পার্টির বিরুদ্ধে খুব সামান্য ভোটে কনজারভেটিভ পার্টির পক্ষ হতে জয়লাভ করেছিলেন। মিঃ লোগান কনজারভেটিভ সরকারের জুনিয়র সদস্য ছিলেন। তাছাড়া তিনি ওয়ার্ক ও পেনশন বিভাগের মন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবেও কাজ করেছেন বলে তথ্যমতে জানা যায়।

সূত্রঃ স্কাই নিউজ

এম.কে
৩১ মে ২০২৪

আরো পড়ুন

সাপ্তাহিক ছুটিতে বিয়ের প্রবণতা কমেছে যুক্তরাজ্যে

বাধা সত্ত্বেও বড়দিনের ভ্রমণ চলছে পুরোদমে

জলবায়ু সম্মেলনে যুক্তরাজ্য সরকারের বহর নিয়ে নতুন সমালোচনা