TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে কেয়ার হোমে কর্মী সংকট, — সাউথপোর্ট কেয়ার হোমে ধ্বংসাত্মক চিত্র

যুক্তরাজ্যের সাউথপোর্টের এলার্সলি কোর্ট কেয়ার হোমে বাসিন্দাদের জীবন এখন চরম ঝুঁকিতে। যুক্তরাজ্যের কেয়ার কোয়ালিটি কমিশন (CQC) পরিদর্শন শেষে জানিয়েছে, প্রতিষ্ঠানটিতে ভয়াবহ অব্যবস্থাপনা, অপ্রশিক্ষিত কর্মী, অস্বাস্থ্যকর পরিবেশ এবং নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

পরিদর্শনের সময় গোটা ভবনে তীব্র মূত্রের দুর্গন্ধ ছিল। নোংরা বালিশ ও চাদর ব্যবহার করা হচ্ছিল এবং পরিচ্ছন্নতার বালাই ছিল না। বাসিন্দাদের অনেকের প্রয়োজনীয় সেবাও সময়মতো দেওয়া হচ্ছে না।

তথ্যসূত্রে জানা যায়, কেয়ার হোমের এক বাসিন্দা ২৬ বার পড়ে গিয়ে পাঁচবার গুরুতর আঘাত পান। কিন্তু এই ঘটনার কোনও রিপোর্ট CQC বা স্থানীয় সেফগার্ডিং টিমকে জানানো হয়নি। কর্তৃপক্ষ ঝুঁকি হ্রাসে প্রয়োজনীয় মূল্যায়নও করেনি।

নেতৃত্বের ব্যর্থতা এতটাই প্রকট যে কর্মীদের ঘাটতির কারণে অনেক সময় বাসিন্দারা ঠিকমতো চলাফেরাও করতে পারছেন না। এক বাসিন্দাকে পাঁচ ঘণ্টা ধরে হুইলচেয়ারে বসে থাকতে দেখা গেছে, যার ফলে তার ত্বকের অবস্থা আরও খারাপ হওয়ার ঝুঁকি তৈরি হয়।

কেয়ার হোমের বাসিন্দাদের ওষুধও সঠিকভাবে প্রদান করা হয়নি। আটজন বাসিন্দা তাদের নির্ধারিত ওষুধ পাননি। অপর্যাপ্ত প্রশিক্ষণের ফলে অনেক সময় অযোগ্য কর্মীরাই নতুন কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছিলেন, যা সেবার মান আরও নিচে নামিয়ে দিয়েছে।

CQC জানায়, ভিজিটের সময় চোখে পড়ে কেয়ার হোমের একটি ফায়ার এক্সিট দরজা ধূমপানের জন্য ব্যবহার হচ্ছিল এবং সেই দরজা খোলা রাখার কারণে প্রতিবার অ্যালার্ম বেজে উঠছিল। এছাড়া কিছু বেডরুমে আসবাবপত্র দেয়ালের সঙ্গে সুরক্ষিত ছিল না — যেকোনো সময় পড়ে গিয়ে বড় দুর্ঘটনার কারণ হতে পারে।

পরিদর্শকরা বলেন, এখানে কোনো উন্মুক্ততা বা সুরক্ষামূলক সংস্কৃতি নেই। বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে ওঠা উদ্বেগের বিষয়গুলো অবহেলা করা হয়েছে। কর্মীদের মনোবলও এতটাই নিচে যে বাসিন্দাদের সঙ্গে আন্তরিক কোনো সম্পর্ক গড়ে ওঠেনি। শুধু কাজের জন্য কাজ — এতে বাসিন্দারা নিঃসঙ্গতায় ভুগছেন।

CQC এখন এলার্সলি কোর্টকে ‘বিশেষ ব্যবস্থার’ আওতায় এনেছে, যার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে নির্ধারিত সময়ের মধ্যে উন্নতি করতে হবে। ব্যর্থ হলে লাইসেন্স বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সাউথপোর্টের এলার্সলি কোর্ট কেয়ার হোম এই প্রতিবেদন বিষয়ে এখনো কোনো মন্তব্য দেয়নি।

সূত্রঃ দ্য এক্সপ্রেস

এম.কে
১৮ জুলাই ২০২৫

আরো পড়ুন

রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারকে চাপে রাখবে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পার্কিং পারমিট থেকে প্রায় ১৪ মিলিয়ন পাউন্ড আয়

যুক্তরাজ্যে প্রাইভেট বাড়ির মালিক ও হোটেল মালিকরা ‘ঘর সংকটে’ লাভবান হচ্ছে