9.5 C
London
January 22, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যে ক্যাম্পিং কর‍তে গিয়ে নিখোঁজ চার ছাত্রের লাশ পাওয়া গিয়েছে

নর্থ ওয়েলসে ক্যাম্পিং করার পরে নিখোঁজ হয়ে যাওয়া চার কিশোরের নিথর দেহ খুঁজে পেয়েছে নর্থ ওয়েলস পুলিশ।
জেভন হর্স্ট, হার্ভে ওভেন, উইলফ হেন্ডারসন এবং হুগো মরিসের জন্য অনুসন্ধান শুরু করেছিল পুলিশ। এই চার কিশোর ক্যাম্পিংয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর তাদের সন্ধান পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। তাদের সাথে ফোন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে পরিবারের। পরিবারের সদস্যরা দ্রুত পুলিশকে নিখোঁজ রিপোর্ট করেন।

নর্থ ওয়েলস পুলিশ জানায়, অনুসন্ধান কাজ দ্রুত শুরু হবার পর মঙ্গলবার একটি সিলভার ফোর্ড ফিয়েস্তা থেকে চারটি লাশ উদ্ধার করা হয়। গাড়িটি খাদের কিনারে আংশিকভাবে জলে নিমজ্জিত ছিল।

নর্থ ওয়েলস পুলিশের সুপারিনটেনডেন্ট ওভাইন ল্লেভেলিন জানান, যে চার কিশোর নিখোঁজ ছিল পরিবার হতে তাদের মৃতদেহ বলে ইতিমধ্যে চিহ্নিত করেছেন। কিভাবে এই গাড়ি রাস্তার পাশে খাদের কিনারে আসলো কিংবা কিভাবে তারা মারা গেলো সে সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায় নাই। আমাদের সহমর্মিতা চার কিশোরের পরিবার এবং তাদের বন্ধুদের সাথে রয়েছে।

উল্লেখ্য যে, চারজন কিশোর শ্রীউসবারি কলেজের শিক্ষার্থী এবং এই কলেজে এ-লেভেলে অধ্যয়নরত ছিল। তারা ক্যাম্পিং করতে গিয়ে নিখোঁজ হয়।

সূত্রঃআইটিভি নিউজ

এম.কে
২২ নভেম্বর ২০২৩

 

আরো পড়ুন

বাংলাদেশের কাছে যেসব অস্ত্র বিক্রি করতে চায় যুক্তরাজ্য

সকল শিশুদের জন্য ফ্রি স্কুল ডিনারের দাবি জানিয়ে যুক্তরাজ্য প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

Property Mortgage with BENECO, 24 February