25.8 C
London
August 10, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে খারাপ আবহাওয়ার কারণেও পেতে পারেন নগদ অর্থ

যুক্তরাজ্যে আপনি যে অঞ্চলে বা শহরে বসবাস করেন সেখানের তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা এর নীচে টানা ৭ দিন থাকলে আপনিও হতে পারেন একজন সুবিধাভোগী।

অতিরিক্ত ঠান্ডা আবহাওয়ার কারণে সরকার হতে দেয়া হয়ে থাকে এই সাহায্য। ৭ দিন অতিরিক্ত শীতের কারণে একটি পরিবারকে দেয়া হয় অতিরিক্ত ২৫ পাউন্ড।

অর্থ প্রদান স্বয়ংক্রিয়ভাবে হয়ে থাকে এবং এর জন্য আপনার আবেদন করার প্রয়োজন নেই।

আপনি যোগ্য কিনা তা পরীক্ষা করে দেখুন 👇

https://www.gov.uk/cold-geather-payment?fbclid=iwar2-atg8kojhr5danenxqis6ir1b6ukwj704dimlssyb6nux-oa7l3vsibs

সূত্রঃ ইউকে ডট গভ

এম.কে
১১ জানুয়ারি ২০২৪

আরো পড়ুন

যুক্তরাজ্যে নবজাতকদের চিকিৎসা পদ্ধতি চলছে মান্ধাতার আমলের ব্যবস্থায়

যুক্তরাজ্য উচ্চ আদালতের রায়ঃ শিশু আশ্রয়প্রার্থীদের হোটেলে রাখা বেআইনি

যুক্তরাজ্যের এনফিল্ড কাউন্সিল ১০০টি পরিবারকে গৃহহীন করে রেখেছে