19.3 C
London
July 27, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে চোরের দাপটে বিপর্যস্ত লন্ডনঃ ওয়েস্ট এন্ডে দিনে দিনে বাড়ছে ফোন ছিনতাই

২০২৪ সালে লন্ডনে মোবাইল ফোন চুরির ঘটনা রেকর্ড ছাড়িয়েছে। মেট্রোপলিটন পুলিশের (Met Police) তথ্য অনুযায়ী, এক বছরে রিপোর্টকৃত ফোন চুরির সংখ্যা ৮১,০০০ ছাড়িয়েছে।

শুধুমাত্র ওয়েস্ট এন্ড (West End) এলাকাতেই প্রতিদিন গড়ে ৩৭ জনের ফোন ছিনতাই হয়েছে। রাজধানীর প্রধান পর্যটন ও সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে এই ধরনের অপরাধ সবচেয়ে বেশি ঘটছে। শুধু এই এলাকাতেই ২০২৪ সালে চুরি হওয়া ফোনের সংখ্যা প্রায় ৪০,০০০ যা লন্ডনের মোট চুরির এক-তৃতীয়াংশ।

স্কটল্যান্ড ইয়ার্ড (Scotland Yard) জানিয়েছে, আগের বছরের তুলনায় ফোন চুরির হার বেড়েছে ২০ শতাংশ। গত চার বছরে লন্ডনজুড়ে মোট ২,৩০,০০০টির বেশি ফোন চুরির রিপোর্ট করা হয়েছে, তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেক ঘটনা রিপোর্টই করা হয় না।

চুরি হওয়া ডিভাইসগুলো প্রায়শই অপরাধচক্রের হাতে পড়ে। এসব ফোন বিদেশে পাচার করা হয় বা খুচরা যন্ত্রাংশে ভেঙে বিক্রি করা হয়, যার বাজার মূল্য প্রায় £৫০ মিলিয়ন পাউন্ড।

বাইক আরোহী ছিনতাইকারী ও পকেটমারদের মাধ্যমে এসব চুরি সংঘটিত হচ্ছে। ওয়েস্ট এন্ড ছাড়াও ব্লুমসবুরি (Bloomsbury), ওয়াটারলু (Waterloo) ও রিজেন্টস পার্ক (Regent’s Park) এলাকাও ফোন চুরির হটস্পট হিসেবে চিহ্নিত।

জনসাধারণকে পরামর্শ দেওয়া হয়েছে যেন তারা আলোযুক্ত রাস্তায় চলাফেরা করেন, যেখানে সিসিটিভির আওতা রয়েছে, এবং যেন মোবাইল বা অন্যান্য মূল্যবান সামগ্রী প্রকাশ্যে না রাখেন।

মেট পুলিশের নতুন ফ্লাইং স্কোয়াড (Flying Squad) এই সপ্তাহে ফোন ছিনতাইকারী চক্রের সঙ্গে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করেছে।

তবে অনেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। জাতীয় পুলিশ প্রধানদের কাউন্সিল (National Police Chiefs’ Council – NPCC) জানিয়েছে, অপরাধীদের শনাক্ত করতে প্রমাণের অভাবের কারণে ব্যক্তিগত মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। বরং তাদের অগ্রাধিকার থাকে চক্রবদ্ধ অপরাধীদের খোঁজা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার দিকে।

এদিকে প্রযুক্তি কোম্পানিগুলোও ফোন চুরি প্রতিরোধে নতুন সুরক্ষা ব্যবস্থা আনছে, যার মধ্যে রয়েছে ফোন দূর থেকে লক বা ডেটা মুছে ফেলার (remote lock and wipe) সুবিধা।

মেট পুলিশের একজন মুখপাত্র বলেন, “ফোন চুরির ঘটনা বিশ্বজুড়েই বেড়েছে। লন্ডন এই প্রবণতার বাইরে নয়। আমরা চোরচক্রকে টার্গেট করছি এবং অপরাধ ঠেকাতে হটস্পট এলাকাগুলোতে অতিরিক্ত টহল ও সাদা পোশাকের অফিসার মোতায়েন করছি।”

তিনি জানান, ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত মোবাইল ফোন চুরি ও ছিনতাইয়ের অভিযোগে ৫২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ফোন ট্র্যাকিং প্রযুক্তি আরও উন্নত করা হচ্ছে, যাতে অপরাধীদের দ্রুত শনাক্ত করা সম্ভব হয়।

সূত্রঃ দ্য মেট্রো

এম.কে
২৬ জুলাই ২০২৫

আরো পড়ুন

রেমিট্যান্স পাঠাতে লাগবে না চার্জ

যুক্তরাজ্যে টিকটককে জরিমানা

যুক্তরাজ্যের ভিসার জন্য বিদেশ থেকে আবেদন কমেছে ৪৩%