23.3 C
London
July 4, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নেওয়ার আহ্বান

যুক্তরাজ্যে বন্যা, অগ্নিকাণ্ড এবং বিদ্যুৎ বিভ্রাটের মতো জরুরি পরিস্থিতির জন্য সাধারণ মানুষকে এখনই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সরকারি নির্দেশনায় বলা হয়েছে, এমন যেকোনো জরুরি অবস্থায় নিজের পাশাপাশি পরিবার, প্রতিবেশী এবং দুর্বল জনগোষ্ঠীর দিকেও নজর রাখা উচিত।
বলা হয়েছে, আপনার গ্যাস, বিদ্যুৎ এবং পানির সরবরাহকারী সংস্থার Priority Service Register-এ নাম অন্তর্ভুক্ত করা যেতে পারে যাতে জরুরি মুহূর্তে অতিরিক্ত সহায়তা পাওয়া যায়।
বাড়িতে ধোঁয়া শনাক্তকারী অ্যালার্ম ঠিকমতো কাজ করছে কি না তা পরীক্ষা করতে মাসে অন্তত একবার স্মরণ করিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এতে শিশুদেরও অন্তর্ভুক্ত করার পরামর্শ রয়েছে।
বিদ্যুৎ বিভ্রাটের রিপোর্ট করার নম্বর ১০৫ সহ জরুরি প্রয়োজনে যোগাযোগের গুরুত্বপূর্ণ ফোন নম্বরগুলো কাগজে লিখে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকারের ওয়েবসাইট থেকে হাউসল্ড ইমার্জেন্সি প্ল্যান ডাউনলোড ও প্রিন্ট করে তাতে এইসব তথ্য সংরক্ষণ করার সুবিধা রাখা হয়েছে।
শিশুদের জরুরি পরিস্থিতি নিয়ে সচেতন করতে বলা হয়েছে—তাদের শেখাতে হবে কখন এবং কীভাবে ৯৯৯-এ কল করতে হয় এবং অগ্নিকাণ্ডের মতো মুহূর্তে কী করতে হবে।
এছাড়া বিভিন্ন ধরণের বিপদ সম্পর্কে সচেতন থাকার জন্য ওয়েবসাইটে এলাকা ভিত্তিক ঝুঁকি ও করণীয় সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।
কমিউনিটিতে স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত হয়ে স্থানীয় সহায়তা কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ রয়েছে বলেও জানানো হয়েছে।
জরুরি অবস্থায় কেউ যদি তাৎক্ষণিক বিপদে পড়েন, তবে ৯৯৯ নম্বরে কল করতে বলা হয়েছে। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, এই ওয়েবসাইটে জরুরি সময় লাইভ তথ্য দেওয়া হবে না।
সূত্রঃ ইউকে ডট গভ
এম.কে
০৩ জুলাই ২০২৫

আরো পড়ুন

রাজনীতিতে কিছু পুরুষ “পশুর মতো আচরণ করে”: সুয়েলা ব্র্যাভারম্যান

বাড়ি ভাড়ার চেয়েও বেশি বিদ্যুৎ বিল, বাধ্য হয়ে মোমবাতি!

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্য, যেখানে ধনীদের পোস্টকোডে মানুষেরা ১২ বছর বেশি বাঁচে