22.5 C
London
May 14, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে জাতীয় পরিসংখ্যান অধিদপ্তরের পরিসংখ্যানে ঘাপলা

যুক্তরাজ্য জাতীয় পরিসংখ্যান অফিস জানিয়েছে, ২০২২ সালে মাইগ্রেশন রেইট নিয়ে যে রিপোর্ট দেয়া হয়েছিল তাতে সংশোধনের প্রয়োজন রয়েছে। তথ্যমতে জানা যায়, রিপোর্ট অনুযায়ী যে সংখ্যা প্রকাশ করা হয়েছে তার থেকে পরিমাণ আরো বেশি হবে। সংশোধিত অনুমান অনুসারে, ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত মাইগ্রেশনে করা লোকের সংখ্যা সাত লাখ ৪৫ হাজার জন।

তাছাড়া ২০২৩ সালের জুন পর্যন্ত পরিসংখ্যান অফিসের তথ্যানুযায়ী, মাইগ্রেশনের পরিমাণ ছিল ৬,৭২,০০০ জনের কম।

ওএনএস বলেছে, মাইগ্রেশন রেইট নিম্নমুখী কিনা সেটা বলার সময় এখনও হয়নি। ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত আগের অনুমানকৃত সংখ্যা ছিল ৬ লাখ ৬ হাজার জন।

ওএনএসের ম্যাগি মরগান বলেছিলেন, “আমাদের মাইগ্রেশন পরিসংখ্যান সর্বদা অস্থায়ী এবং অনুমান নির্ভর”।

এম.কে
২৩ নভেম্বর ২০২৩

আরো পড়ুন

যুক্তরাজ্যে আস্তিকের চেয়ে নাস্তিকের সংখ্যা বেশিঃ গবেষণা

যুক্তরাজ্য যাওয়ার চেষ্টা, ইংলিশ চ্যানেলে ঠান্ডায় জমে ৫ জনের মৃত্যু

ঋষি সুনাকের ‘শিকড়’ ভারতে, নাকি পাকিস্তানে?