10.9 C
London
October 5, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে “জেস’স রুল” চালুঃ তিনবারেও রোগ নির্ণয় না হলে জিপিকে বিশেষজ্ঞের কাছে পাঠানোর নির্দেশ

ইংল্যান্ডের জেনারেল প্র্যাকটিশনারদের (জিপি) প্রতি আহ্বান জানানো হয়েছে যে তারা যদি কোনো অসুস্থ রোগীকে তিনবার দেখেন এবং রোগ নির্ণয় করতে ব্যর্থ হন, তবে রোগীকে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে রেফার করতে হবে।

নতুন এই উদ্যোগটির নাম দেওয়া হয়েছে “জেস’স রুল”, যা জেসিকা ব্র্যাডির স্মরণে চালু করা হয়েছে। জেসিকা ২০২০ সালের গ্রীষ্মে অসুস্থ বোধ করার পর একাধিকবার চিকিৎসা নিয়েছিলেন। তিনি ২০ বারের বেশি তার জিপির সঙ্গে যোগাযোগ করেছিলেন, কিন্তু তাকে জানানো হয়েছিল তার উপসর্গ দীর্ঘ কোভিডের সঙ্গে সম্পর্কিত এবং তিনি “ক্যান্সারের জন্য খুব কম বয়সী”। একই বছরের শেষের দিকে, মাত্র ২৭ বছর বয়সে, জেসিকা চতুর্থ পর্যায়ের ক্যান্সারে মারা যান।

স্বাস্থ্য সচিব ওয়েস স্ট্রিটিং বলেছেন, জেসিকার মৃত্যু ছিল “একটি প্রতিরোধযোগ্য এবং অপ্রয়োজনীয় ট্র্যাজেডি”। তিনি আরও জানান, নতুন এই নিয়ম জিপিদের “সম্ভাব্য মারাত্মক রোগ শনাক্ত করতে” সাহায্য করবে এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করবে।

এই নিয়ম কার্যকর হলে এনএইচএসে রোগ নির্ণয়ের প্রক্রিয়া আরও উন্নত হবে এবং জেসিকার মতো মর্মান্তিক ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
২৭ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে পাঁচ দিনের শৈত্যপ্রবাহ সতর্কতাঃ তুষারপাতের সম্ভাবনা, প্রতিবেশীদের খোঁজ নিতে পরামর্শ

ব্রিটিশ অর্থনৈতিক গতিপথ শীঘ্রই পোল্যান্ড হতে পিছিয়ে পড়বে

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আদালতের রায়