12.8 C
London
October 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ডাটা ব্যবহার স্থগিত করেছে লিংকড-ইন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের প্রশিক্ষণের জন্য যুক্তরাজ্যের ব্যবহারকারীদের ডাটা ব্যবহার স্থগিত করেছে চাকরিবিষয়ক সামাজিক যোগাযোগমাধ্যম লিংকড-ইন। দেশটির এক সরকারি কর্মকর্তা ব্যবহারকারীদের ডাটা ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করলে প্লাটফর্মটি এ সিদ্ধান্ত নেয়।

মাইক্রোসফটের মালিকানাধীন মাধ্যমটির ব্যবহারকারীদের অ্যাকাউন্টগুলোকে জেনারেটিভ এআই মডেল প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হয়। এর জন্য তারা নতুন একটি গোপনীয়তা সেটিং তৈরি করেছে। তবে গোপনীয়তা নীতি পরিবর্তন করার আগে এআই প্রশিক্ষণের বিষয় উল্লেখ করে ব্যবহারকারীকে অপ্ট-আউটের অপশন রাখা হয়। অপ্ট-আউট হলো কোনো কিছুতে অংশগ্রহণ না করা বা কোনো পরিষেবা প্রত্যাখ্যান করার সুবিধা।

বিশ্বজুড়ে লিংকড-ইনের ব্যবহারকারীদের এআই মডেল প্রশিক্ষণে তাদের ডাটা ব্যবহারের জন্য স্বয়ংক্রিয়ভাবে অপ্ট-ইন অর্থাৎ অন্তর্ভুক্ত করা হচ্ছে—এমন অভিযোগ আসতে থাকে। বিষয়টি অবগত হলে যুক্তরাজ্যের তথ্য কমিশনারের কার্যালয়ের (আইসিও) নির্বাহী পরিচালক স্টিফেন আলমন্ড উদ্বেগ জানান। তিনি বলেন, ‘জেনারেটিভ এআই মডেলকে প্রশিক্ষণ দেয়ার জন্য লিংকডইনের যুক্তরাজ্যের ব্যবহারকারীদের ডাটা ব্যবহার প্রসঙ্গে আমরা উদ্বেগ জানাই। প্লাটফর্মটি যে আমাদের উদ্বেগে সাড়া দিয়েছে এতে আমরা সন্তুষ্ট।’

আইসিও জানিয়েছে, যুক্তরাজ্যের ব্যবহারকারীদের ডাটা ব্যবহার বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে লিংকডইন। লিংকডইন বলেছে, ভবিষ্যতে আরো প্রয়োজন হলে আইসিওর সঙ্গে কাজ করবে তারা।

লিংকড-ইনসহ অনেক বড় প্রযুক্তিপ্রতিষ্ঠান এআই টুল প্রশিক্ষণের জন্য ডাটার উৎস হিসেবে প্লাটফর্মের ব্যবহারকারীদের কনটেন্টের দিকে ঝুঁকছে। তবে লিংকডইনের এক মুখপাত্র বিবিসিকে বলেন, ‘প্রতিষ্ঠানটি বিশ্বাস করে যে ব্যবহারকারীদের তাদের ডাটার ওপর নিয়ন্ত্রণ থাকা উচিত। যেমন এআই মডেল প্রশিক্ষণের জন্য যুক্তরাজ্যের ব্যবহারকারীদের ডাটা ব্যবহারের ক্ষেত্রে অপ্ট-আউট অপশন রাখা হয়েছে।’

সূত্রঃ বিবিসি

এম.কে
২৩ সেপ্টেম্বর ২০২৪

আরো পড়ুন

ইংল্যান্ডে আউটডোর স্পোর্টস ফেরত আসবে ২৯ মার্চ

বাংলাদেশের শেয়ারবাজার উন্নয়নে কাজ করবে লন্ডন স্টক এক্সচেঞ্জ

ঋষি সুনাকের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন গ্যাভিন উইলিয়ামসন