5.3 C
London
December 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যে ডিপেন্ডেন্ট কেউ আসতে হলে তার স্পন্সরের আর্থিকভাবে স্বচ্ছল হতে হবেঃঋষি সুনাক

ঋষি সুনাক সরকার ব্রিটিশ নাগরিকদের বিদেশী স্বামী, স্ত্রী কে স্পন্সর করতে বাৎসরিক আয় ৩৮,৭০০ পাউন্ড নির্ধারণ করতে যাচ্ছে। এর চেয়ে কম আয়ের লোক তাদের বিদেশি স্বামী বা স্ত্রীকে নতুন আইনের আওতায় আনতে সক্ষম হবেন না। ফ্যামেলি ভিসার নতুন নিয়ম অনুযায়ী অনেক পরিবার ভাঙ্গনের মুখে পড়তে পারে বলে জানান বিশেষজ্ঞরা।

নতুন ইমিগ্রেশন আইনানুসারে ব্রিটিশ নাগরিকেরা তাদের বিদেশি স্বামী বা স্ত্রীকে আনতে হলে বছরে কমপক্ষে  ৩৮,৭০০ পাউন্ড  উপার্জন করতে হবে।

সরকার প্রথমে বলেছিল, নতুন নিয়মটি ইতোমধ্যে যারা যুক্তরাজ্যে প্রবেশ করেছে তাদের জন্যও কার্যকারী হবে।
তবে মিঃ সুনাক পরবর্তীতে নিশ্চিত করেছেন আইনটি পুনর্বিবেচনা করা হচ্ছে।

লেবার দলীয় সাংসদ স্যার স্টিফেন টিমস বলেন, “স্বামী বা স্ত্রীকে আনতে অতিরিক্ত বেতনের হঠাৎ  ঘোষণার কারণে গত সপ্তাহে হাজার হাজার দম্পতির বিয়ের পরিকল্পনা ভেস্তে যায়।”

মিঃ সুনাক বলেছেন, “যুক্তরাজ্যে ডিপেন্ডেন্ট কেউ আসতে হলে তার স্পন্সরের আর্থিকভাবে স্বচ্ছল হতে হবে। যাতে তারা তাদের ডিপেন্ডেন্টকে সাপোর্ট দেয়ার ক্ষমতা রাখে। আয়ের প্রান্তিকতা “এক দশক ধরে” বাড়ানো হয়নি এই বিষয়েও সকলের নজরে আনা উচিত।

এলবিসি রেডিওতে স্বরাষ্ট্রসচিব জেমস বলেন, তিনি নতুন উচ্চতর বেতনের ঘোষণা সম্পর্কে মানুষের উদ্বেগ বুঝতে পেরেছেন। তিনি শীঘ্রই নিয়মগুলি স্পষ্ট করার আশা করছেন।

গত সপ্তাহে প্রাক্তন টরি মন্ত্রী লর্ড বারওয়েল নতুন আইন নিয়ে রসিকতা করে বলেন,”এখন এমন একটি আইন হতে যাচ্ছে যেখানে কেবল ধনী ব্যক্তিই প্রেমে পড়তে পারেন, কাউকে বিয়ে করতে পারেন এবং তারপরে তাদের যুক্তরাজ্যে নিয়ে আসতে পারেন।”

উল্লেখ্য যে নেট মাইগ্রেশনের রেইট কমানোর জন্য কাজ করে যাচ্ছে ঋষি সুনাকের সরকার। নেট মাইগ্রেশন রেইট কমানোর জন্য পঞ্চদফা পরিকল্পনা করেছে কনজারভেটিভ সরকার। এরই অংশ হিসেবে ব্রিটিশ নাগরিকদের বিদেশী স্বামী, স্ত্রী কে স্পন্সর করতে বাৎসরিক আয় ৩৮,৭০০ পাউন্ড নির্ধারণ করতে যাচ্ছে সরকার।

এম.কে
১৪ ডিসেম্বর ২০২৩

আরো পড়ুন

ইংল্যান্ডে আউটডোর স্পোর্টস ফেরত আসবে ২৯ মার্চ

পদত্যাগ করলেন বৃটিশ পরিবহণ মন্ত্রী লুইস হাই

নিজ ঘরে আশ্রয় দেওয়া শরনার্থীর প্রেমের টানে দুই সন্তানের বাবার গৃহত্যাগ