TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে তেলাপোকার দৌরাত্ম্যে লন্ডনের ‘কারি কর্নার’ বন্ধ করে দিল আদালত

লন্ডনের অন্যতম জনপ্রিয় ভারতীয় রেস্তোরাঁ ‘কারি কর্নার’কে আদালতের নির্দেশে তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। রেস্তোরাঁটির রান্নাঘর ও পরিবেশন এলাকাজুড়ে তেলাপোকার উপদ্রব ধরা পড়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়।

গত ৯ অক্টোবর (বৃহস্পতিবার) ব্রমলি ম্যাজিস্ট্রেটস কোর্টে শুনানিতে বিচারক ‘হাইজিন ইমারজেন্সি প্রোহিবিশন অর্ডার’ জারি করেন। আদেশে রেস্তোরাঁটির রান্নাঘর, বার, স্টোররুম ও খাবার পরিবেশন স্থান ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়।

বিচারক তার রায়ে উল্লেখ করেন, “রান্নাঘর ও বার এলাকায় সক্রিয় তেলাপোকার উপদ্রব জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে। আমি এতে সম্পূর্ণ সন্তুষ্ট এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

ব্রমলি কাউন্সিলের খাদ্যনিরাপত্তা পরিদর্শকরা পরিদর্শনের সময় রেস্তোরাঁয় ব্যাপক তেলাপোকার উপস্থিতি লক্ষ্য করেন। তারা বিষয়টি আদালতের নজরে আনলে আদালত দ্রুত রেস্তোরাঁটি বন্ধের নির্দেশ দেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ‘কারি কর্নার’ পুনরায় চালু করতে চাইলে কর্তৃপক্ষকে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে নতুনভাবে পরিদর্শনের অনুমতি নিতে হবে।

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। নিয়মিত গ্রাহকেরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ‘কারি কর্নার’ তাদের পছন্দের জায়গা হলেও এমন অব্যবস্থাপনা এবং স্বাস্থ্যঝুঁকির বিষয় জানার পর তারা হতাশ ও ক্ষুব্ধ।

ব্রমলি কাউন্সিলের মুখপাত্র বলেন, “আমাদের প্রধান লক্ষ্য জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। যেখানে খাদ্য নিরাপত্তা লঙ্ঘন হবে, সেখানে আমরা কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করব না।”

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
১৭ অক্টোবর ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্য জোড়ে ফিলিস্তিনপন্থীদের পদযাত্রা ও বিক্ষোভের ডাক

ব্রিটিশ পার্লামেন্টে আপসানার অশ্রুঃ বিতর্কিত এহতেশামুল হক বাংলাদেশে এনসিপির নেতৃত্বে

রানির শেষকৃত্য: বিশ্বনেতাদের মধ্যে আমন্ত্রণ পেয়েছেন এবং পাননি যারা

অনলাইন ডেস্ক