21 C
London
July 14, 2025
TV3 BANGLA
বাংলাদেশযুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে দুই বাংলাদেশি গ্রেফতার, ৪০ হাজার পাউন্ড জরিমানা

যুক্তরাজ্যের ইস্ট সাফোকে ইমিগ্রেশন অভিযানের সময় একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে দুই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। ইন্ডিয়াগেট তান্দুরি নামের ওই বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁয় গোপন তথ্যের ভিত্তিকে হোম অফিসের ইমিগ্রেশন কর্মকর্তারা অভিযান চালান বলে হোম অফিস সূত্র জানিয়েছে।

আটককৃত দুই বাংলাদেশি পুরুষকে গ্রেফতার দেখানো হয়েছে এবং হোম অফিস বলছে তাদের ব্যাপারে অভিবাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানের পর দুই জনের নিয়োগকর্তা রেস্টুরেন্ট মালিককে অবৈধ কর্মী প্রতি ২০ হাজার পাউন্ড করে জরিমানা করা হয়।

গতকাল সোমবার অভিযানটি পরিচালিত হয়। এর আগে সম্প্রতি ব্রিটেনে বসবাস ও কাজের বৈধ কাগজপত্র বিহীন অবস্থায় কাজ করার দায়ে হোম অফিস ২৪ ঘণ্টার অভিযানে ১০০ জনের বেশি অভিবাসীকে গ্রেফতার করে।

এম.কে
১৪ সেপ্টেম্বর ২০২৩

 

আরো পড়ুন

ফলল না গভর্নরের কথা, টাকা তুলতে ভোগান্তিতেই দুর্বল ব্যাংকের গ্রাহকরা

ভূমধ্যসাগরে ডুবে যাওয়া ৩ জন বাংলাদেশের মাদারীপুরের

যুক্তরাজ্যে একজন পুলিশ অফিসারকে ধর্ষণের দায়ে দায়িত্ব হতে অব্যাহতি