TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে নববধূকে নি’র্যাতনের দায়ে বাংলাদেশি স্বামীর কারাদণ্ড

যুক্তরাজ্যে নববধূ স্ত্রীকে ভয়ঙ্কর নি’র্যাতনের অভিযোগে বাংলাদেশি নাগরিক মোহাম্মদ আলীকে দুই বছর চার মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বাংলাদেশ থেকে আসা তরুণীর ওপর দীর্ঘদিন ধরে চলা নির্যাতনের প্রমাণ আদালতে উপস্থাপিত হলে বিচারক কঠোর রায় ঘোষণা করেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে নববধূ যুক্তরাজ্যে আসার পর থেকেই তিনি স্বামীর সহিং’সতার শিকার হন। আলী প্রায়ই তাকে মা’রধর করতেন, টেনে হিঁচড়ে নিয়ে যেতেন এবং “ফুটবলের মতো” লা’থি মা’রতেন। এতে তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।

বিচারক জানান, আলী শুধু শারীরিক নির্যাতনই করেননি, বরং স্ত্রীর স্বাধীনতা ও ধর্মীয় অনুশীলনেও বাধা দিতেন। তিনি স্ত্রীকে বারবার হুম’কি দিতেন, বাংলাদেশে ফেরত পাঠানোর ভয় দেখাতেন এবং তার আত্মমর্যাদা ভেঙে দেওয়ার চেষ্টা করতেন।

আদালত রায়ে আলীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়। দুই বছর চার মাসের কারাদণ্ডের পাশাপাশি আগামী ১০ বছরের জন্য স্ত্রীকে কোনোভাবেই যোগাযোগ বা কাছাকাছি না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো এই রায়কে ভুক্তভোগী নারীর জন্য ন্যায়বিচারের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
০৯ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

ব্রিটিশ মালিকদের বিরুদ্ধে মামলা করতে পারবে বাংলাদেশের শিপব্রেকার শ্রমিকরা

ভারতের সাথে যুক্তরাজ্যের বাণিজ্য চুক্তির বিরুদ্ধে সুয়েলা ব্র্যাভারম্যান

অনলাইন ডেস্ক

অভিভাবকদের ঘরে বসে কাজ করার ফলে স্কুলে উপস্থিতি কমছেঃ অফস্টেড প্রধান