যুক্তরাজ্যের সারে অঞ্চলের হর্লেতে তিনজন নারীকে যৌন নির্যাতনের দায়ে এক অভিবাসীকে দোষী সাব্যস্ত করেছে আদালত। কায়িস আল-আসাদ (২৬) নামের ওই ব্যক্তি কাজ শেষে সাইকেলে হোটেলে ফেরার পথে ধারাবাহিকভাবে হামলা চালান।
মে ও জুন মাসে তিন সপ্তাহ ধরে একই সাইকেলপথে এই হামলাগুলো ঘটে। ২৩ মে রাতে তিনি প্রথম এক নারীকে পাব থেকে ফেরার সময় পেছন থেকে এসে নিতম্বে হাত দেন। ৪ জুন রাতে দ্বিতীয় এক নারীর নিতম্ব চেপে ধরেন এবং ১২ জুন সকালে এক তরুণীর যৌনাঙ্গ স্পর্শ করে ভয়াবহ আক্রমণ চালান।
তিনজন ভুক্তভোগী নারী আদালতে সাক্ষ্য দিয়েছেন। প্রথমজন জানান, তিনি “ভীষণভাবে অপমানিত” হয়েছেন। দ্বিতীয়জন হামলার পর চিৎকার করলে আল-আস্বাদ ঘুরে তাকিয়ে গালি দিয়ে হেসে চলে যান। তৃতীয় তরুণী জানান, আক্রমণের পর হামলাকারী যে হাতে স্পর্শ করেছিলেন সেই হাতেই চুমু খেয়ে তাকে অপমান করেন।
সিসিটিভি ফুটেজে আল-আসাদকে একই সাইকেল ও পোশাকে দেখা যায়। পুলিশ তার হোটেল কক্ষ থেকে সেসব পোশাক উদ্ধার করে। এছাড়া মোবাইল ফোনের নেটওয়ার্ক বিশ্লেষণেও প্রমাণ মেলে যে, হামলার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
আল-আসাদ আদালতে অভিযোগ অস্বীকার করে দাবি করেন, “আমি কিছু করিনি। আমার পোশাক ও সাইকেল অন্যদের কাছেও ছিল।” তবে জেলা বিচারক জুলি কুপার তার দাবি প্রত্যাখ্যান করে সব অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করেন।
বর্তমানে অভিযুক্ত অভিবাসী ওয়ান্ডসওর্থ কারাগারে রয়েছেন। আগামী ১ অক্টোবর তার বিরুদ্ধে আনুষ্ঠানিক সাজা ঘোষণা করা হবে।
সূত্রঃ দ্য সান
এম.কে
২১ আগস্ট ২০২৫