19.5 C
London
September 17, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে পুলিশকে হামলার কারণে তিন ব্যক্তির জেল

যুক্তরাজ্যে হিংসাত্মক অপরাধ ও দাঙ্গার কারণে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। বিশৃঙ্খল পরিস্থিতির সময়  সাউথপোর্টে পুলিশ অফিসারকে আঘাত করার কারণে তিনজন দাঙ্গাকারীকে গ্রেফতার করা হয়েছে। এই তিন ব্যক্তিকে তিন বছরের সাজা প্রদান করা হয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায়।
আটান্ন বছর বয়সী ডেরেক ড্রামমন্ড মিরসিসাইড শহরে দাঙ্গার সময় একজন পুলিশ অফিসারকে হামলা করার কারণে দোষী সাব্যস্ত হন।
বিচারক অ্যান্ড্রু মেনারি কেসি বলেন, ড্রামমন্ড একজন দাঙ্গাবাজ হিসাবে একটি ব্যাধির অংশ। এই ব্যক্তি সাউথপোর্টের শোককে “কার্যকরভাবে হাইজ্যাক” করেছেন।
তাছাড়া গত শনিবার লিভারপুল সিটি সেন্টারে ডানপন্থী সমাবেশের সময় পুলিশ ভ্যানে গুলি চালানোর চেষ্টা ও দাঙ্গার কারণে ডেক্লান জিরান(২৯)নামের আরেকজনকে ৩০ মাসের সাজা দেওয়া হয়। লিভারপুল সিটি সেন্টারে হামলা ও পুলিশের উপর আক্রমণের জন্য লিয়াম জেমস রিলে(৪১) কে দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করা হয়।
উল্লেখ্য যে গ্রেপ্তারের সময় তিনজন ব্যক্তিই অভিবাসী এবং মুসলমানদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করতে থাকেন।
সূত্রঃ দ্য গার্ডিয়ান
এম.কে
০৭ আগস্ট ২০২৪

আরো পড়ুন

ভিসা নিয়ে বড় ঘোষণা দিলো যুক্তরাজ্য

উইন্ডসরে নিজেদের প্রাসাদের মালিকানা হারালেন হ্যারি-মেগান

ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের খুচরা বাজার