TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশন অনশনকারীর কয়েক দিনের মধ্যেই মৃত্যু হতে পারে—চিকিৎসকের সতর্কতা

ব্রিটেনে প্যালেস্টাইন অ্যাকশন–সংশ্লিষ্ট শেষ অনশনকারী উমের খালিদের জীবন নিয়ে গুরুতর আশঙ্কা তৈরি হয়েছে। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, খাবারের পাশাপাশি পানি গ্রহণ বন্ধ করায় তিনি কয়েক দিনের মধ্যেই প্রাণঘাতী ঝুঁকিতে পড়তে পারেন।

 

২২ বছর বয়সী উমের খালিদ গত নভেম্বর থেকে অনশনে রয়েছেন। বড়দিনের সময় শারীরিক অসুস্থতার কারণে সাময়িকভাবে অনশন স্থগিত হলেও ১৩ দিন আগে তিনি আবার অনশন শুরু করেন। বর্তমানে তিনি খাবার ও পানি—উভয়ই গ্রহণ করছেন না।

উমের খালিদসহ মোট আটজন প্যালেস্টাইন অ্যাকশন কর্মী তাদের বিরুদ্ধে আনা অনধিকার প্রবেশ ও ভাঙচুরের অভিযোগ প্রত্যাহারের দাবিতে অনশন শুরু করেছিলেন। তারা সবাই অভিযোগ অস্বীকার করেছেন। তবে খালিদ ছাড়া বাকি সবাই ইতোমধ্যে অনশন শেষ করেছেন।

শেষ তিনজন অনশন ভাঙেন প্রায় ১০ দিন আগে, যখন ব্রিটিশ সরকার ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সহযোগী সংস্থা এলবিট সিস্টেমস ইউকের সঙ্গে প্রস্তাবিত £২ বিলিয়নের প্রতিরক্ষা চুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নেয়। চুক্তিটি বাস্তবায়িত হলে প্রতিবছর প্রায় ৬০ হাজার ব্রিটিশ সেনাকে প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল।

উমের খালিদের একটি জেনেটিক রোগ রয়েছে—লিম্ব-গার্ডল মাসকুলার ডিস্ট্রফি—যার ফলে শরীরের গুরুত্বপূর্ণ জয়েন্টের আশপাশের পেশি দুর্বল হয়ে পড়ে। এই শারীরিক অবস্থার কারণে তার ক্ষেত্রে অনশনের ঝুঁকি আরও বেড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

প্রিজনার্স ফর প্যালেস্টাইন-এর বরাতে চিকিৎসক ডা. রূপা মারিয়া জানান, পানি গ্রহণ বন্ধ থাকলে সাধারণত কয়েক দিনের মধ্যেই গুরুতর শারীরিক জটিলতা দেখা দেয় এবং উমের খালিদের বিদ্যমান স্বাস্থ্যসমস্যা পরিস্থিতিকে আরও সংকটজনক করে তুলছে।

এর আগে অনশনকারীদের মধ্যে হেবা মুরাইসি টানা ৭২ দিন অনশনে ছিলেন, যা ১৯৮১ সালের আইরিশ অনশন আন্দোলনের ঐতিহাসিক রেকর্ডের কাছাকাছি। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এলবিট চুক্তি বাতিল হওয়া একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও উমের খালিদের জীবন রক্ষায় তাৎক্ষণিক পদক্ষেপ জরুরি।

প্রিজনার্স ফর প্যালেস্টাইন দাবি করেছে, ২০১২ সালের পর থেকে এলবিট সিস্টেমস ইউকে ১০টির বেশি সরকারি চুক্তি পেয়েছে। তাদের মতে, সর্বশেষ সিদ্ধান্তটি প্রতিরক্ষা নীতিতে সরকারের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ইঙ্গিত দিলেও চলমান মানবিক সংকটের দ্রুত সমাধান এখনো প্রয়োজন।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

বার্মিংহাম ও ওয়েস্ট মিডল্যান্ডসে গরমের ছুটির জন্য ৭টি সেরা দিন এবং গন্তব্য!

মাদুরো গ্রেপ্তার নিয়ে নীরব লন্ডনঃ আন্তর্জাতিক আইন প্রশ্নে অবস্থান স্পষ্ট নয়

নিউজ ডেস্ক

তাইওয়ান সফর নিয়ে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী প্রশ্নের মুখে