3.5 C
London
January 7, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে প্রাইভেট ফি বর্ধনে ডেন্টাল কেয়ার থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ

এনএইচএস ডেন্টাল পরিষেবার অভাব ও প্রাইভেট চিকিৎসার খরচ বেড়ে যাওয়ার কারণে অনেকের জন্য ডেন্টাল কেয়ার সেবা নাগালের বাইরে চলে গিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

গবেষণায় দেখা গেছে, প্রাইভেট ডেন্টিস্টরা এনএইচএসে দাঁতের চিকিৎসার অভাবের সুযোগ নিয়ে ফিলিংস, চেকআপ এবং দাঁত তোলার মতো সাধারণ পরিষেবার ফি বাড়িয়ে “অত্যধিক” পর্যায়ে নিয়ে গেছেন।

২০২২ সাল থেকে প্রাইভেট ডেন্টাল পরিষেবার খরচ বেড়ে যাওয়ায় রোগীদের এখন রুট ক্যানালের জন্য ৭৭৫ পাউন্ড, দাঁত তোলার জন্য ৪৩৫ পাউন্ড এবং সাধারণ ফিলিংসের জন্য ৩২৫ পাউন্ড পর্যন্ত ফি’স দিতে হচ্ছে।

গবেষণায় দেখা গেছে, গড়ে দাঁত তোলার খরচ ৩২% বৃদ্ধি পেয়েছে।

রোগী সংগঠনগুলো সতর্ক করে জানিয়েছে, এনএইচএস পরিষেবা পাওয়া কঠিন এবং প্রাইভেট চিকিৎসার খরচ এত বেশি যে অনেক মানুষ ডেন্টাল সমস্যার জন্য চিকিৎসাই নিতে পারছেন না।

র‍্যাচেল পাওয়ার, পেসেন্ট এসোসিয়েশন-এর প্রধান নির্বাহী, বলেন, “যারা এনএইচএস ডেন্টাল কেয়ার পাচ্ছেন না, অথবা প্রাইভেট চিকিৎসা বেছে নিচ্ছেন, তাদের জন্য এই মূল্যবৃদ্ধি মৌলিক ডেন্টাল কেয়ারকে নাগালের বাইরে নিয়ে যাচ্ছে। এটি একটি বিপজ্জনক চক্র সৃষ্টি করছে, যেখানে রোগীরা এনএইচএস এবং প্রাইভেট চিকিৎসার মধ্যে দোদুল্যমান অবস্থায় থাকেন, আর তাদের মুখগহ্বরের স্বাস্থ্য দিন দিন খারাপ হয়।”

গবেষণা প্রতিষ্ঠান মাই ট্রিবিউট ইন্সুরেন্স, যা যুক্তরাজ্যের প্রাইভেট স্বাস্থ্যসেবার খরচ ট্র্যাক করে, ৫২টি শহরের ৪৫০টি প্রাইভেট ডেন্টাল প্র্যাকটিসের তথ্য বিশ্লেষণ করেছে। এর মধ্যে:

সাধারণ ফিলিংসের গড় খরচ £১০৫ থেকে বেড়ে £১২৯ পাউন্ড হয়েছে (২৩% বৃদ্ধি)।

দাঁত তোলার খরচ £১০৫ থেকে বেড়ে £১৩৯ হয়েছে (৩২% বৃদ্ধি)।

আধা ঘণ্টার স্কেলিং এবং পলিশিং £৬৫ থেকে £৭৫ হয়েছে (১৫% বৃদ্ধি)।

নতুন রোগীর জন্য প্রাথমিক পরামর্শের ফি £৬৫ থেকে বেড়ে £৮০ হয়েছে (২৩% বৃদ্ধি)।

গবেষণায় আরও দেখা গেছে, রুট ক্যানাল চিকিৎসার গড় খরচ £৩৫০ থেকে £৪০০ হয়েছে, যা ১৪% বৃদ্ধি। তবে কিছু ক্ষেত্রে ফি আরও অনেক বেশি। যেমন, নর্দার্ন আয়ারল্যান্ডে রুট ক্যানাল £৩৬৬-এ করানো সম্ভব হলেও, ইস্ট মিডল্যান্ডসে এটি £৭৭৫ পর্যন্ত পৌঁছেছে।

প্রাইভেট ডেন্টিস্টরা বলছেন, এনার্জি, ল্যাবরেটরি বিল এবং বাজেটের কারণে খরচ বেড়েছে। একই সঙ্গে, এনএইচএস রোগীদের চিকিৎসার জন্য প্রাইভেট চিকিৎসার ফি বাড়ানো হচ্ছে। কারণ এনএইচএস থেকে পাওয়া অর্থ খরচের তুলনায় অনেক কম।

ব্রিটিশ ডেন্টাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এডি ক্রাউচ বলেন, “এনএইচএস চিকিৎসা বহু বছর ধরে পর্যাপ্ত অর্থায়ন পায়নি। ফলে অনেক চিকিৎসা আর্থিক ক্ষতির শিকার হয়ে দেওয়া হচ্ছে। প্রাইভেট চিকিৎসা কার্যত এনএইচএস ক্ষতি পোষানোর জন্য ব্যবহৃত হচ্ছে।”

মাই ট্রিবিউট-এর প্রতিষ্ঠাতা ক্রিস স্টিল রোগীদেরকে দন্তচিকিৎসকের ফি তুলনা করার পরামর্শ দিয়েছেন, কারণ একই চিকিৎসার খরচ শহরভেদে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে। তিনি আরও বলেন, প্রাইভেট মেডিক্যাল ইন্স্যুরেন্সের আওতায় ডেন্টাল কভার রাখলে খরচের কিছু অংশ ফেরত পাওয়া যেতে পারে।

এনএইচএস এবং প্রাইভেট উভয় ক্ষেত্রেই ডেন্টিস্টের ঘাটতি খরচ বৃদ্ধির অন্যতম কারণ। অ্যাসোসিয়েশন অফ ডেন্টাল গ্রুপসের নির্বাহী চেয়ার নীল কারমাইকেল বলেন, “আমরা বহুদিন ধরেই বলে আসছি যে যুক্তরাজ্যে ৩,০০০ বা তার বেশি ডেন্টিস্টের প্রয়োজন।”

ফলস্বরূপ, চাহিদা বৃদ্ধি এবং সরবরাহ কম থাকায় ডেন্টাল চিকিৎসার ফি বাড়তেই থাকবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
০১ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যের পার্টি পার্টিগেট কেলেঙ্কারি নিয়ে নতুন মোড়

যুক্তরাজ্যে খরচ কুলাতে না পেরে পোষা কুকুর রাস্তায় ফেলে আসছেন মালিকেরা

কোভিড বিধিনিষেধের কারণে বড়দিনের ছুটি বৃথা যেতে পারে ব্রিটিশ পর্যটকদের

অনলাইন ডেস্ক