TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে বাজেট আগাম আপলোড বিতর্কে চেয়ারম্যান রিচার্ড হিউজের পদত্যাগ

যুক্তরাজ্যের অফিস ফর বাজেট রেসপনসিবিলিটি (OBR) চেয়ারম্যান রিচার্ড হিউজ পদত্যাগ করেছেন রেচেল রিভসের বাজেট ভুলবশত আগাম প্রকাশের ঘটনার তদন্ত শেষে। watchdog–এর জরুরি তদন্তে উঠে আসা ত্রুটির দায় গ্রহণ করে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

 

গত বুধবার বাজেট বক্তৃতা শুরুর ৪০ মিনিট আগে OBR ভুল করে সম্পূর্ণ বাজেট নথি তাদের ওয়েবসাইটে আপলোড করে ফেলে। ঘটনাটি প্রকাশ্যে আসার পরই ব্যাপক সমালোচনা শুরু হয় এবং হিউজ তৎক্ষণাত অর্থমন্ত্রী রেচেল রিভস ও ট্রেজারি সিলেক্ট কমিটির চেয়ার মেগ হিলিয়ারকে চিঠি লিখে ক্ষমা চান।

ঘটনার কারণ উদঘাটনে হিউজ দ্রুত তদন্তের নির্দেশ দেন এবং জাতীয় সাইবার সিকিউরিটি সেন্টারের সাবেক প্রধান নির্বাহী কিয়ারান মার্টিনকে দিয়ে তদন্ত করান। তদন্ত তদারকি করেন OBR ওভারসাইট বোর্ডের স্বাধীন সদস্য সারা হগ ও ডেম সুসান রাইস। তদন্ত প্রতিবেদনে একাধিক ‘অপারেশনাল ত্রুটি’ শনাক্ত করা হয়।

তদন্ত চলমান অবস্থায়ও অর্থমন্ত্রী রিভস হিউজের প্রতি তার আস্থা প্রকাশ করেছিলেন। তবে সোমবার পদত্যাগপত্রে হিউজ জানান, প্রতিষ্ঠানের স্বার্থে ভুলের সম্পূর্ণ দায় তিনি নিচ্ছেন। তিনি লেখেন, “গত পাঁচ বছর ধরে ভালোবেসে যে প্রতিষ্ঠানকে নেতৃত্ব দিয়েছি, তার যেন দ্রুত এই ঘটনার মধ্য দিয়ে সামনে এগিয়ে যেতে পারে—সেজন্য আমার সরে দাঁড়ানোই শ্রেয়।”

হিউজের পদত্যাগের পর OBR–এ নতুন নেতৃত্ব নিয়োগের বিষয়ে অর্থ মন্ত্রণালয় শিগগিরই সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে “সিক নোট সংস্কৃতি” বন্ধ করার পরিকল্পনায় ঋষি সুনাক

নিউজ ডেস্ক

রাশিয়াকে নিন্দা জানাতে চীনের প্রতি বরিস জনসনের আহ্বান

অনলাইন ডেস্ক

ব্রিটেনের এসাইলাম সেন্টারে উপচে পড়া ভীড়ঃ মিথ্যা পরিচয়ে ব্রিটেনে ঢুকছে হাজারো মানুষ