TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যে বাড়ির দাম বৃদ্ধির রেকর্ড উর্ধগতি

যুক্তরাজ্যে বাড়ির দাম শেষ তিন মাসে যে হারে বেড়ে তা গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে দ্রুততম, জানিয়েছে দ্য হ্যালিফ্যাক্স। নভেম্বরের শেষ অবধি পূর্ববর্তী তিন মাসে বাড়ির দাম বেড়েছে ৩.৪%, যা ২০০৬ সালের বৃদ্ধির হারের তুলনায় বেশি। তাছাড়া বাড়ির দাম এক বছরে বেড়েছে ৮.২ শতাংশ৷

 

মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউকেতে সম্পত্তির গড় মূল্য নভেম্বর মাসে ২৭২ হাজার ৯৯২ পাউন্ডের সর্বোচ্চ রেকর্ড স্পর্শ করেছে বলে জানিয়েছেন মর্গেজ লেন্ডাররা।

তারা এটিও বলেছেন, প্রবৃদ্ধির গতি আগামী বছর অব্যাহত থাকার সম্ভাবনা নেই কারণ পরিবারগুলো আর্থিক চাপের মধ্যে রয়েছে।

 

হ্যালিফ্যাক্স জানিয়েছে, যুক্তরাজ্যে বাড়ির দাম গত পাঁচ মাস ধরেই বাড়ছে। তবে, ঋণদাতাদের আশ্বাস, বাড়ির মূল্যস্ফীতির উর্ধগতি আগামী বছরে অব্যাহত থাকার সম্ভাবনা নেই।

 

এদিকে মুদ্রাস্ফীতির কারণে সুদের হার বাড়বে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। তবে এমনটি কখন ঘটবে তা অনিশ্চিত করে তুলেছে নতুন করে আতংক সৃষ্টিকারী ওমিক্রনের বিস্তার।

 

তবে মহামারির বাইরে এমন কিছু কারণ রয়েছে যা বাড়ির মূল্যস্ফীতির ধীর গতির দিকে নির্দেশ করে, হ্যালিফ্যাক্স বলেছে। তারা বলছে, এই বাড়িগুলো কখনই সাশ্রয়ী ছিল না। তাছাড়া আগামী মাসে পারিবারিক বাজেটের উপর আরও বেশি চাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

৭ ডিসেম্বর ২০২১
সূত্র: বিবিসি
এনএইচ

আরো পড়ুন

খেতে খেতে গাড়ি চালিয়ে দুর্ঘটনা, শাস্তি পেলেন চালক

অনলাইন ডেস্ক

বাবার জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত পেলেন না প্রিন্স হ্যারি

ডিজিটাল পরিচয়পত্র চালু করার প্রতি জোর দিয়েছেন বৃটিশ সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার