4 C
London
January 21, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে বেনিফিট জালিয়াতি রোধে নতুন আইন করতে যাচ্ছে সরকার

ডিডব্লিউপি (ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন) নতুন আইন ঘোষণা করতে যাচ্ছে, যা জালিয়াতদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ ফেরত নেওয়ার অনুমতি দিবে সরকারকে।

ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন ঘোষণা করেছে যে নতুন পরিকল্পিত ক্ষমতার মাধ্যমে সেই ব্যক্তিদের থেকে অর্থ ফেরত নেওয়া সম্ভব হবে, যারা বেনিফিট নিয়ে জালিয়াতি করেছেন এবং পে-এ-ই (PAYE) সিস্টেমের অংশ নন।

ওয়ার্ক অ্যান্ড পেনশনস সেক্রেটারি লিজ কেন্ডাল বলেছেন, আসন্ন আইন নিশ্চিত করবে, যারা কল্যাণমূলক ব্যবস্থার সাথে প্রতারণা করতে চায়, তারা যেন তার ফল ভোগ করে। এই ব্যবস্থায় জালিয়াতদের বিরুদ্ধে নতুন ব্যবস্থায় তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ বাজেয়াপ্ত করা হবে।

ডিডব্লিউপি ঘোষণা করেছে ৩,১৮,০০০ জন মানুষ যারা ‘গুরুত্বপূর্ণ’ ইউনিভার্সাল ক্রেডিটের নির্দেশ উপেক্ষা করেছেন, তাদের সুবিধা বন্ধ করে দেয়া হয়েছে।

সরকার বলছে, এই ক্ষমতাগুলো চূড়ান্ত প্রচেষ্টা হিসেবে ব্যবহৃত হবে। যা সেই ব্যক্তিদের থেকে ঋণ আদায় করতে সাহায্য করবে, যারা পরিশোধ করতে সক্ষম কিন্তু ইচ্ছাকৃতভাবে তা করছেন না। ডিডব্লিউপি আশ্বাস দিয়েছে যে সুরক্ষামূলক ব্যবস্থা যে কর্মীদের তত্ত্বাবধানে থাকবে তাদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হবে।

লিজ কেন্ডাল বলেছেন, “এই সরকার বেনিফিট ব্যবস্থায় প্রতারণা ও অপচয় সহ্য করবে না। তাছাড়া বেনিফিট সিস্টেমকে ২১ শতকের জন্য উপযোগী করে গড়ে তোলার জন্য পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। জনসাধারণ এটাই আমাদের কাছ থেকে আশা করে।”

তিনি আরও বলেন, “যারা বেনিফিট ব্যবস্থায় প্রতারণা করতে চায়, তাদের জানা উচিত, আমাদের নতুন ক্ষমতাগুলো আপনাদের ধরতে এবং জবাবদিহিতার আওতায় আনতে সহায়তা করবে।”

এছাড়াও সুবিধাভোগীদের ওভারপেমেন্ট কমানোর জন্য নতুন ক্ষমতা প্রবর্তনের পরিকল্পনা রয়েছে, যাতে দেশের পরিশ্রমী পরিবারগুলো তাদের অর্থ সুরক্ষিত মনে করে।

ডিডব্লিউপির নতুন পদক্ষেপের কারণে যুক্তরাজ্যে পেনশনভোগীদের জন্য ‘গুরুতর ক্ষতির’ ঝুঁকি সৃষ্টি করতে পারে বলে মত দিয়েছেন বিশ্লেষকেরা।

এদিকে, বিরোধী দল কনজারভেটিভরা সরকারের এই ঘোষণাকে নেতিবাচক সংবাদ এড়ানোর একটি বিভ্রান্তিমূলক কৌশল হিসেবে উল্লেখ করেছে।

শ্যাডো ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি হেলেন হোয়াটলি বলেছেন, “চ্যান্সেলর এখন স্পষ্টতই নিজেদের বাঁচাতে যেকোনো পথ খুঁজতে মরিয়া। কারণ তাকে গত বছরের তার ধ্বংসাত্মক বাজেটের কারণে সৃষ্ট ক্ষতি মেরামত করতে হবে।”

সূত্রঃ ডেইলি মেইল

এম.কে
২১ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

ভারতকে দ্রুত যুক্তরাজ্যের রেড লিস্টে আনার পরামর্শ

অনলাইন ডেস্ক

জরিপে পিছিয়ে থাকলেও জয়ের আশা সুনাকের

যুক্তরাজ্যের ই-ভিসা পরিবর্তন কি অর্থ বহন করে