রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ ঘোষণা দিয়েছেন, তার দল ক্ষমতায় এলে যুক্তরাজ্যে অবস্থানরত ১০,৪০০ বিদেশি অপরাধীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। সোমবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দিবেন বলে ধারণা করা হচ্ছে। এই পদক্ষেপ ব্রিটেনের কারাগারে অতিরিক্ত ভিড় দূর করবে এবং দেশের বিচারব্যবস্থাকে আরও কার্যকর করে তুলবে বলে মনে করেন নাইজেল ফারাজ।
ক্ল্যাকটনের এমপি ফারাজ বলেন, “যদি আপনি অপরাধী হন, তাহলে আমরা আপনাকে এখনই সতর্ক করছি। ২০২৯ সালে আপনার সামনে একটি পছন্দ থাকবে—আইনের প্রতি শ্রদ্ধাশীল নাগরিক হবেন, নাকি কঠোর বিচারের মুখোমুখি হবেন।” তিনি আরও বলেন, করদাতাদের টাকায় অপরাধীদের কারাগারে রাখা অনৈতিক এবং অযৌক্তিক।
বর্তমানে ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারে বন্দিদের প্রায় ১২ শতাংশই বিদেশি নাগরিক। একজন বন্দির জন্য বার্ষিক খরচ প্রায় £৫৪,০০০। ফারাজের দাবি, এই খরচ কমাতে এবং ব্রিটিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে এ ধরনের পদক্ষেপ নেওয়া জরুরি।
সরকারি হিসেবে, বিদেশি বন্দিদের সংখ্যা বৃদ্ধি এবং কারাগারের স্থান সংকট মোকাবেলায় বর্তমান সরকার ১৪,০০০ নতুন কারাগার স্থান তৈরির প্রতিশ্রুতি দিয়েছে। তবে জরুরি ভিত্তিতে বন্দিদের আগেভাগে মুক্তির বিষয়টি বিরোধীদের তীব্র সমালোচনার মুখে ফেলেছে সরকারকে।
রিফর্ম ইউকের জনপ্রিয়তা বাড়ছে। সর্বশেষ ইউগভ জরিপে দলটি ২৮% সমর্থন নিয়ে শীর্ষে, যেখানে লেবার রয়েছে ২২% এবং কনজারভেটিভ পার্টি ১৭% সমর্থনে। অপর এক জরিপে দেখা গেছে, অপরাধ দমনের ক্ষেত্রে ফারাজকেই সবচেয়ে বেশি বিশ্বাস করছেন জনগণ।
সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিদেশি অপরাধীদের বিতাড়নে ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের একজন মুখপাত্র বলেন, “ফারাজের প্রতিশ্রুতি আসলে ফাঁকা বুলি মাত্র। বাস্তবে আমরা আইন পরিবর্তনের মাধ্যমে দ্রুত বিতাড়ন প্রক্রিয়া চালু করেছি।”
তবে পুলিশের পক্ষ থেকে রিফর্ম ইউকের অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। পুলিশ ও অপরাধ প্রতিরোধবিষয়ক মন্ত্রী ডায়ানা জনসন বলেন, “নাইজেল ফারাজ যদি সত্যিই নিরাপদ সমাজ চান, তাহলে আমাদের কঠোর নতুন আইনগুলোর পক্ষে ভোট দিতেন। কিন্তু তারা বরং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর জনগণের আস্থা দুর্বল করছে।”
ফারাজের অভিবাসী ও অপরাধী বিতাড়ন পরিকল্পনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও, ব্রিটেনের নির্বাচনমুখী রাজনীতিতে এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে আত্মপ্রকাশ করেছে।
সূত্রঃ দ্য এক্সপ্রেস
এম.কে
২১ জুলাই ২০২৫