4.3 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যে শ্রমিকের মজুরি রেকর্ড বৃদ্ধি

ব্রিটেনে বোনাস ব্যতীত মজুরিতে সর্বোচ্চ  বেড়েছে। চলতি বছরের মে পর্যন্ত তিন মাসে গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৩ শতাংশ বেড়েছে। ফলে ব্যাংক অব ইংল্যান্ডের মূল্যস্ফীতি বিষয়ক উদ্বেগ আরো ঘনীভূত হওয়ার আশঙ্কা তৈরি করেছে।
তবে মজুরি বাড়ার পরও শ্রমবাজারে কিছুটা নেতিবাচক ছিল। বিশেষ করে বেকারত্বের হার এপ্রিল পর্যন্ত তিন মাসে অপ্রত্যাশিতভাবে ৩ দশমিক ৪ থেকে ৪ শতাংশে উন্নীত হয়েছে। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস জানিয়েছে, এপ্রিল পর্যন্ত তিন মাসের প্রাথমিক আয় বেড়েছে ৭ দশমিক ৩ শতাংশ, যা ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় বেশি। এমনকি বিশ্লেষকদের পূর্বাভাস দেয়া ৭ দশমিক ২-এর চেয়েও বেশি। তবে জরিপে অর্থনীতিবিদরা ৭ দশমিক ১ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন।
১৫ মাসের মধ্যে ডলারের বিপরীতে স্টার্লিং রয়েছে সর্বোচ্চ অবস্থানে, যা দশমিক ৩ শতাংশ বেড়েছে আগের তুলনায়। মঙ্গলবার থেকে ইউরোর বিপরীতেও স্ট্যার্লিং ছিল ঊর্ধ্বমুখী। ক্যাপিটাল ইকোনমিকসের অর্থনীতিবিদ অ্যাশলে ওয়েব বলেন, ‘মে মাসে শ্রমবাজার কিছুটা কম চড়া ছিল এবং মজুরি বৃদ্ধির হারও কম লক্ষ করা গেছে। কিন্তু মজুরি বৃদ্ধির হার এখনো ২ শতাংশ মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ধারা বজায় থাকলে মূল্যস্ফীতির আশঙ্কা সহজেই কমবে না।
এম.কে
১৩ জুলাই ২০২৩

আরো পড়ুন

জেলেনস্কিকে মায়ের হাতে তৈরি বরফি খাওয়ালেন সুনাক

হাসিনাকে নিয়ে টিউলিপের অসচেতন থাকাটা দুঃখজনক: নীতি উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে মোদি সফর নিয়ে অখুশি মার্কিন আইনপ্রণেতারা